বুকে ব্যথা, মনমোহন হাসপাতালে ভর্তি
১১ মে ২০২০দুই বার বাইপাস সার্জারি হয়ে গিয়েছে মনমোহন সিং-এর। প্রথমবার ১৯৯০ সালে এবং দ্বিতীয়টা প্রধানমন্ত্রী থাকার সময় ২০০৯-এ। রোববার ৮৭ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রীর বুকে ব্যথা হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে এইমসে ভর্তি করা হয়। তবে তাঁকে আইসিইউ-তে রাখা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্প্রতি তিনি বাড়িতেও পড়ে গিয়েছিলেন। তখন চিকিৎসকরা তাঁকে পুরোপুরি 'বেড রেস্ট'-এ থাকতে বলেছিলেন। রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত মনমোহনের ডায়াবেটিসও আছে।
গত সপ্তাহের প্রথমে তিনি কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ''সনিয়াজি, ঠিক প্রশ্ন করেছেন। আমাদের জানা দরকার লকডাউন ৩-এর পর কী হবে, সরকারের পরিকল্পনা কী?'' বস্তুত, আজ, সোমবারই রাজ্যগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)