1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেরে গেলেন বার্লুস্কোনি

কির্স্টিন হাউজেন/এসি২৫ জুন ২০১৩

৭৬ বছর বয়সি যে রাজনীতিক গত দু’দশক ধরে ইটালির রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করে আসছেন, তাঁর যদি এক অপ্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে অবৈধ যৈান সম্পর্কের দায়ে কারাদণ্ড হয়, তাহলে তাঁর রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবারই কথা৷

Italy, Rome - February 15, 2011 Italian Prime Minister Silvio Berlusconi ordered to face trial over sex allegations and abuse of power in April, so judge Cristina Di Censo. Archive file dated September 30, 2010 / Rome/Italy.
ছবি: picture-alliance/ROPI

কিন্তু ঘটনাটা সম্ভবত সেভাবে ঘটবে না৷ ২০১০ সালে মিলানের কাছে বার্লুস্কোনির ভিলায় যে সব পার্টি হতো, সেগুলো সেক্স পার্টি ছিল কিনা, তাও যেমন নিশ্চিত নয়, তেমনই সে-সময় ১৭ বছর বয়সি মরোক্কান তরুণী করিমা এল-মাহরুগ-এর সঙ্গে তাঁর দৈহিক সম্পর্ক ঘটেছিল কিনা, তার কোনো কিছুই স্পষ্ট করে প্রমাণ হয়নি৷

মিডিয়া মোঘল এবং কোটিপতি বার্লুস্কোনিকে নিয়ে নানা ধরনের মামলা চলেছে ও চলছে: কর ফাঁকি দেওয়া থেকে শুরু করে অন্য একটি মিডিয়া সংস্থাকে কেনার সময় সঠিক মূল্য না দেওয়া, সব কিছুই পাওয়া যাবে সে তালিকায়৷ তাঁকে জড়িয়ে মুখরোচক যৌনরসাত্মক অন্যান্য কাহিনিও বাজারে অনেক দিন ধরেই চালু৷ সে সব বিচার প্রক্রিয়া ও কাহিনি সিলভিও বার্লুস্কোনি ঠিকই সামলে নিয়েছেন, এড়িয়ে গেছেন, জাল কেটে বেরিয়ে এসেছেন৷ কিন্তু মিলানে এক মহিলা সরকারি কৌঁসুলির সওয়ালে তিন মহিলা বিচারকের আদালত যে তাঁকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করবেন, সেই সঙ্গে যাবতীয় সরকারি দায়িত্ব গ্রহণ থেকে সারাজীবনের জন্য নিষিদ্ধ করবেন, এতটা বোধহয় বার্লুস্কোনি ও তাঁর সমর্থকরা ভাবতে পারেননি৷

করিমা এল-মাহরুগছবি: picture-alliance/dpa

মারিৎসিও গাসপারি ও ফাব্রিৎসিও চিকিত্তোর মতো দলীয় সতীর্থরা আদালতের এই রায়কে ‘‘গণতন্ত্রের পক্ষে একটি কেলেংকারি'' বলে অভিহিত করেছেন৷ বিপক্ষ রাজনীতিকরা রাজনীতি থেকে বার্লুস্কোনির পশ্চাদপসারণ দাবি করছেন৷ অবশ্য বার্লুস্কোনি যে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন, তা নিশ্চিত বলে ধরে নেওয়া যেতে পারে৷ মজার কথা এই যে, হয়তো অতীতে বার্লুস্কোনি সংক্রান্ত নানা কেলেংকারির খবরাখবরে ইটালির মানুষ এতোটা অভ্যস্থ বলেই, ‘হৃদয়হরণী' রুবির মামলাতে সিলভিও বার্লুস্কোনির রাজনৈতিক জীবনের অন্ত ঘটবে বলে কেউই ধরে নিচ্ছে না৷

বিগত কয়েক মাসের মধ্যে এটা ছিল বার্লুস্কোনির বিরুদ্ধে – বিভিন্ন মামলায় – তৃতীয় রায়৷ সামনে রয়েছে কর ফাঁকি দেওয়ার মামলার চূড়ান্ত রায়৷ বয়সের কারণে বার্লুস্কোনিকে বাস্তবিক কারাবাস করতে হবে না বটে, বড়জোর তাঁর সেনেটর পদ পরিত্যাগ করতে হবে৷ বার্লুস্কোনি দোষী সাব্যস্ত হলে তাঁর দল বর্তমান সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করতে পারে, সেটাই আরো বড় হুমকি৷ সেক্ষেত্রেও বলা চলে: ইটালির জনগণই তাদের ভোটের মাধ্যমে এ ধরনের রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে থাকে৷ কাজেই তারা সেই পরিস্থিতি নিয়ে বাস করতে ও কাজকর্ম চালিয়ে যেতে অভ্যস্ত৷

শেষ প্রশ্ন থেকে যায়: করিমা এল-মাহরুগের কি হলো? তাঁর বয়স এখন বিশ বছর৷ তিনি একজন প্রায় ৫০ বছর বয়সি ব্যবসায়ীকে বিবাহ করেছেন এবং একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ