1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুড়িগঙ্গা ভরাট করে ব়্যাবের কার্যালয়?

১৫ মে ২০১১

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির মধ্যে বাকযুদ্ধ, বুড়িগঙ্গা দখল করে ব়্যাবের কার্যালয় স্থাপনের খবর - এসবই আজকের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

BdT Bangladesh Fischerboote in Dhakaছবি: AP

আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির মধ্যে বাকযুদ্ধ

সমকাল বলছে, শনিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন স্বাধীন বিচার বিভাগ কিছুই করতে পারেনি৷ তিনি বলেন, বিভিন্ন জেলায় কর্মরত বিচারকরা ঢাকায় ছুটি কাটাতে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন৷ আর ছুটি কাটিয়ে রোববার ফিরে গিয়ে দুপুর ১২টার আগে বিচারকাজ শুরু করতে পারেন না৷ আইনমন্ত্রী বলেন, বিচারকরা কেবল চাকরি করেন, জনগণের দুর্ভোগ লাঘবে তাদের কোনো মন নেই৷ এর জবাবে প্রধান বিচারপতি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন ‘মাননীয় আইনমন্ত্রী, আগে আপনার ঘর সামাল দেন৷ আপনার দায়িত্ব আগে পালন করেন৷' তিনি আরও বলেন বিচার বিভাগ হাত-পা বেঁধে সাঁতার কাটার মতো স্বাধীনতা পেয়েছে৷ প্রধান বিচারপতি প্রশ্ন তুলে বলেন, সুপ্রিম কোর্টের জজ সাহেবদের গাড়ি নেই, রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি ঠেলতেও হয়... এটা কি আইনমন্ত্রী জানেন?

পশ্চিমবঙ্গের নির্বাচন

প্রথম আলোর প্রতিবেদক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে প্রতিবেদন পাঠিয়েছেন৷ মমতা বলছেন, দুই বাংলার সম্পর্ক এমনিতে ভালই আছে৷ ভবিষ্যতে সেটা আরও ভাল হবে৷ আর কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গে সরকার বদল হওয়ায় বাংলাদেশের জন্য সেটা ভাল হবে৷ সমকালের প্রতিবেদনে মমতার মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন তা নিয়ে খবর রয়েছে৷ প্রথম আলো তাদের আরেকটি প্রতিবেদনে জানিয়েছে বুধবারের মধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা৷

ব়্যাবের বুড়িগঙ্গা দখল

ডেইলি স্টারের আজকের প্রধান প্রতিবেদন এটি৷ পত্রিকাটি বলছে ব়্যাব-১০ যেখানে তাদের প্রধান কার্যালয় স্থাপন করতে যাচ্ছে সেটার জন্য বুড়িগঙ্গা ভরাট করতে হবে৷ ইতিমধ্যে সেখানে ‘এই সম্পত্তির মালিক ব়্যাব' এই বলে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে৷ ব়্যাব বলছে সরকার তাদের এই জমি বরাদ্দ দিয়েছে৷ তবে ঢাকা জেলা প্রশাসন বলছে বিষয়টি তাদের জানা নেই৷ অর্থাৎ একপক্ষের সঙ্গে আরেক পক্ষের কথার মিল নেই৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ