1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা সংকটজনক

৩১ জুলাই ২০২৩

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদধদেব ভট্টাচার্যের শরীরের অবস্থা সংকটজনক। তিনি ভেন্টিলেশনে আছেন।

বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সিপিএমের নেতৃত্বে বামফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী।
বুদ্ধদেব ভট্টাচার্য এখন ভেন্টিলেশনে আছেন। ছবি: picture-alliance

শনিবার বুদ্ধদেবকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর ও  ভয়ংকর শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

রোববার সন্ধ্যায় হাসপাতালের তরফ থেকে জানানো হয়, তার অবস্থা স্থিতিশীল হলেও বিপদ কাটেনি। তিনি ভেন্টিলেশনেই আছেন। তিনি ডাকলে তাকাচ্ছেন। মাথাও নাড়ছেন।

সাবেক মুখ্যমন্ত্রীর কয়েকদিন ধরেই জ্বর ছিল। শুক্রবার থেকে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। শনিবার তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার দুইটি ফুসফুস আক্রান্ত, হৃদযন্ত্রেও সমস্যা ছিল। প্রাথমিকভাবে বলা হয়েছিল, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।

তবে হাসপাতালে যাওয়ার পর জ্বর ছেড়েছে। তবে তার শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে। তার জন্য চিকিৎসকদের দল গঠন করা হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, তার 'টাইপ টু রেসপিরেটরি ফেলিওর' হয়েছে।

২০১৯-এর পর থেকে এই নিয়ে চারবার তাকে হাসপাতালে ভর্তি করা হলো। তিনি করোনাতেও আক্রান্ত হয়েছিলেন।

বুদ্ধদেবকে হাসপাতালে ভর্তি করার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে যান। বিমান বসু-সহ সিপিএমের নেতারা হাসপাতালে আছেন। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও সেখানে গেছেন।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ