বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ
১০ ডিসেম্বর ২০২০বিজ্ঞাপন
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানাচ্ছে, তাঁর অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে মেকানিক্যাল সাপোর্টে রাখা হয়েছে। তাঁকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন রক্তে অক্সিজেনের পরিমাণ ছিল ৭০ শতাংশ। করোনার র্যাপিড পরীক্ষা করে হয়েছে এবং তা নেতিবাচক এসেছে। তবে তাঁর নিউমোনিয়া আছে। শ্বাসকষ্টও রয়েছে। গুরুতর অসুস্থ হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা দীর্ঘদিনের। সম্প্রতি তা বেড়ে গেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন। সাবেক মুখ্যমন্ত্রীর স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেছেন। রাজ্যপাল জগদীপ ধনখড়ও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
জিএইচ/এসজি(পিটিআই)