1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি ও হল্যান্ড

১০ নভেম্বর ২০১২

আগামী বুধবার বিশ্বজুড়ে বেশ কয়েকটি প্রীতিম্যাচ অনুষ্ঠিত হবে৷ এর একটিতে মুখোমুখি হবে জার্মানি ও হল্যান্ড৷ বর্তমান ফিফা ব়্যাংকিং’এ তাদের অবস্থান যথাক্রমে দুই ও সাত৷

Netherlands fans look on dejected at the final whistle..Euro 2012 Netherlands v Germany, Kharkiv, Metalist Stadium, on the 13th June 2012. Pic David Klein/SPORTIMAGE
ছবি: picture-alliance/ZUMA Press

আমস্টারডামে অনুষ্ঠেয় ম্যাচের জন্য দুই দলই খেলোয়াড় তালিকা ঘোষণা করেছে৷ জার্মান দলে অনেকদিন পর ফিরেছেন গোলরক্ষক রেনে আডলার৷ বুন্ডেসলিগায় হামবুর্গের হয়ে খেলা আডলার একসময় জার্মানির এক নম্বর গোলরক্ষক ছিলেন৷ কিন্তু ২০১০ সালের বিশ্বকাপের আগে ইনজুরির কারণে তাঁকে দলের বাইরে চলে যেতে হয়েছিল৷ আডলারের জায়গায় বিশ্বকাপে খেলেছিলেন মানুয়েল নয়ার, যিনি বর্তমানে জার্মানির এক নম্বর গোলরক্ষক৷

হল্যান্ডের বিপক্ষে নয়ার আর আডলার দুজনকেই রেখেছেন কোচ ইওয়াখিম ল্যোভ৷

আডলার জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন ২০১০ সালের নভেম্বরে সুইডেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে৷ এরপর আবারও ইনজুরির শিকার হয়ে প্রায় এক বছর ফুটবলের বাইরে ছিলেন৷

সম্প্রতি হামবুর্গের হয়ে ভালো খেলায় কোচ ল্যোভ আডলারকে দলে ডাকেন৷

এছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শালকের মিডফিল্ডার রোমান নয়শটেটা৷

ইনজুরির কারণে দলে থাকতে পারছেন না সামি খেদিরা, হোলগার বাডস্টুবার ও মারিও গোমেজ৷ অন্যদিকে অসুস্থতা থেকে দলে ফিরছেন মাটস হুমেলস ও লার্স বেন্ডার৷

দলে একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলবেন মিরোস্লাভ ক্লোজে৷

ল্যোভ বলেছেন, বছরের শেষ ম্যাচটায় তিনি জিততে চান৷ উল্লেখ্য, এ বছর জার্মান জাতীয় দলের এটাই শেষ খেলা৷ এক বছর আগে হল্যান্ডের সঙ্গে প্রীতিম্যাচে জার্মানি ৩-০ গোলে জিতেছিল৷ এছাড়া এ বছরের ইউরোতে গ্রুপ পর্বের খেলায় হল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল জার্মানি৷

খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাত পেরিয়ে দেড়টায়৷

বুধবার আরও যেসব গুরুত্বপূর্ণ প্রীতিম্যাচ হবে সেগুলো হচ্ছে সুইডেন বনাম ইংল্যান্ড, ইটালি বনাম ফ্রান্স৷

জেডএইচ / এএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ