1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাসমাবেশ

১৪ মার্চ ২০১২

আজ বুধবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে শাসক দল আওয়ামী লীগের মহাসমাবেশ৷ বিরোধী দল বিএনপির মহাসমাবেশের একদিন পর এই জনসভায় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য রাখবেন৷

ছবি: picture alliance / ZUMA Press

আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপি সোমবারের সমাবেশে তাহরির স্কোয়্যারের স্বপ্ন দেখেছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে৷ তারা বিএনপিকে ২৯শে মার্চের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন৷

দেশের সাধারণ মানুষ সংঘাতময় রাজনীতি পছন্দ করেন না৷ তারা মনে করেন, রাজনৈতিক দলগুলোর সংঘাতের শিকার হয় সাধারণ মানুষ৷ তাদের ভোগান্তি বাড়ে৷ এফবিসিসিআই'র সভাপতি একে আজাদ দেশের অর্থনীতির জন্য দ্বান্দ্বিক রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, রাজনৈতিক দলগুলো দেশকে স্থিতিশীল না রাখলে অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে৷

এই প্রেক্ষাপটে আজ আওয়ামী লীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে৷ মহাসমাবেশকে সফল করতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যাপকভাবে কাজ করছেন৷ আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ‘‘সোমবারের সমাবেশে বিএনপি তাহরির স্কোয়্যারের স্বপ্ন দেখেছিল৷ কিন্তু তা সফল হয়নি৷ আজকের মহাসমাবেশে মানুষের ঢল প্রমাণ করবে দেশের মানুষ সরকারের সঙ্গেই আছে৷'' আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপিকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, আন্দোলনের ভয় দেখিয়ে কোন দাবি আদায় করা যাবেনা৷

অন্যদিকে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বর্তমান সরকারের পায়ের তলায় মাটি নেই৷ সোমবারের মহাসমাবেশ তার প্রমাণ৷ তিনি বলেন খালেদা জিয়া ১০ই জুনের মধ্যে সরকারকে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন৷ তা না করলে সরকারের পতন ঘটানোর কথা বলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ