বাস মালিকেরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঢাকায় বাসে ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দিয়েছেন ৷ বুধবার থেকেই শিক্ষার্থীরা ‘হাফ' ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন৷
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের জন্য বাসে ‘হাফ' ভাড়া কেবল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত৷ সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য ছুটির দিনে ‘হাফ' ভাড়া দেওয়ার সুযোগ থাকবে না৷
হাফ ভাড়া দেওয়ার জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে শিক্ষার্থীদের৷
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ৷ তিনি বলেন, "এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকার জন্য কার্যকর হবে, কোনোভাবে ঢাকার বাইরের জন্য কার্যকর হবে না৷ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হল৷”
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
দীর্ঘ অপেক্ষার পর এসএসসি পরীক্ষা শুরু
করোনা ভাইরাস সংক্রমণরোধে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর শুরু হল এসএসসি ও সমমানের পরীক্ষা৷ এবারের পরীক্ষায় সারাদেশে মোট ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ২২ লাখের বেশি পরীক্ষার্থী নয়টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করছেন৷
ছবি: Mosrtuza Rashed/DW
অবশেষে পরীক্ষা
প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও গত দেড় বছর যাবত করোনা ভাইরাস সংক্রমণের কারণে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি৷ এবারও বছরের শুরুর দিকে পরীক্ষা নিয়ে কিছুটা শঙ্কা ছিল৷ তবে, আট মাস দেরিতে হলেও এ পরীক্ষা শুরু হয়েছে৷
ছবি: Mosrtuza Rashed/DW
শেষ মুহূর্তের প্রস্তুতি
ঢাকার মতিঝিল এবং এর আশপাশের বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা যায়, পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের চারপাশে শিক্ষার্থীরা শেষবারের মতো বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান, যেসব টপিক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোতে বারবার চোখ বুলাচ্ছেন৷
ছবি: Mosrtuza Rashed/DW
অনিবার্য কারণে দেরি হয়ে গেলে
অনিবার্য কোনো কারণে শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের পরে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে রোল নম্বর, নাম, বিলম্বের কারণ জানিয়ে কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে৷ বিলম্বের এ তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবেন৷
ছবি: Mosrtuza Rashed/DW
সংক্ষিপ্ত সিলেবাস
এবারের এসএসসি পরীক্ষা হবে শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে৷ আবশ্যিক বিষয়ে পরীক্ষা হচ্ছে না৷ আবশ্যিক বিষয়গুলোতে আগের পাবলিক পরীক্ষার বিষয় ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে৷
ছবি: Mosrtuza Rashed/DW
‘আমার মেয়ে কি কেন্দ্রে ঢুকতে পেরেছে?’
মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, রুনা আক্তার নামের এক অভিভাবক কান্নায় ভেঙে পড়েছেন৷ তিনি জানান, যানজটের কারণে তার মেয়ে আগেভাগেই রিক্সা থেকে নেমে হেঁটে রওনা দিয়েছেন৷ পরে ভিড়ের মধ্যে তিনি তার মেয়েকে হারিয়ে ফেলেন এবং পরীক্ষার কেন্দ্রের প্রবেশপথে দায়িত্বরত ব্যক্তির কাছে জানতে চান তার মেয়ে কেন্দ্রে প্রবেশ করেছে কিনা৷ তবে, তিনি কক্ষ নম্বর জিজ্ঞাসা করলে সেটি জানাতে পারেননি৷
ছবি: Mosrtuza Rashed/DW
ফলাফল এক মাসে
অন্যান্য বছর এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণায় দুই মাস সময় লাগলেও এবার ৩০ দিনেই ফলাফল দেওয়া হবে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি৷ এছাড়া সারাদেশে কোচিং সেন্টারগুলো ৮ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত বন্ধ রাখার কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি৷
ছবি: Mosrtuza Rashed/DW
কেন্দ্রের বাইরে নেই স্বাস্থ্যবিধির বালাই
ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে গিয়ে দেখা গেল, সেখানে শত শত অভিভাবক অপেক্ষা করছেন৷ তাদের মাঝে নেই কোন সামাজিক দূরত্ব বা মাস্কের বালাই৷ একজন শিক্ষার্থীর সাথে একজন অভিভাবক আসার নির্দেশনা থাকলেও সে নিয়মের কোন তোয়াক্কা করা হচ্ছে না৷
ছবি: Mosrtuza Rashed/DW
দুই শিফটে পরীক্ষা
ব্যতিক্রমধর্মী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হচ্ছে দুই শিফটে৷ সকালের প্রথম শিফট শুরু ১০টায় এবং দুপুরের শিফট শুরু দুপুর দুইটায়৷ পরীক্ষার জন্য নির্ধারিত সময় দেওয়া হচ্ছে দেড় ঘণ্টা৷
ছবি: Mosrtuza Rashed/DW
ঢাকাজুড়ে তীব্র যানজট
রোববার সকালে ঢাকার মতিঝিল, ফার্মগেট, ধানমন্ডি, শাহবাগ ঘুরে দেখা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে পরীক্ষার কেন্দ্রগুলোর চারপাশে তীব্র যানজট৷ যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যরা রীতিমত হিমশিম খাচ্ছেন৷ কারণ জানতে চাইলে একজন কর্তব্যরত ট্রাফিক পুলিশ জানালেন, পরীক্ষার কারণে ব্যক্তিগত গাড়ি বৃদ্ধি, কেন্দ্রের বাইরে অবৈধ পার্কিং ইত্যাদি কারণে যানজট বেড়ে গেছে৷
ছবি: Mosrtuza Rashed/DW
প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই
ঢাকার মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে কেন্দ্র পরিদর্শনে এসেছেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি এবং প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী৷ শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘এবারের পরীক্ষায় ইনশাআল্লাহ প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই৷ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে যথেষ্ট তৎপর রয়েছে৷ তবে আমি সবাইকে আহবান করবো যেন কেউ প্রশ্ন ফাঁসের গুজবে কর্ণপাত না করেন৷’’
ছবি: Mosrtuza Rashed/DW
অটোপাশ আমরা কখনোই চাই না
ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে মেয়েকে নিয়ে এসেছেন জাকিয়া মাহবুব৷ তিনি বলেন, ‘‘আমাদের মেয়েরা পরীক্ষার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে৷ আমরা কখনোই চাইনি অটোপাশ দেওয়া হোক৷ শেষ পর্যন্ত পরীক্ষাটা হওয়াতে আমরা অনেক সন্তুষ্ট৷’’