উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে৷
ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় অর্থ হচ্ছে বাতাসের গতিবেগ ঘণ্টায় অন্তত ১৭৯ কিলোমিটার হতে পারে৷
এনএইচসি বলছে, প্রায় ৩২ লাখ মানুষ বাস করা টাম্পা বে এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে৷ পানির উচ্চতা আট থেকে ১২ ফুট হতে পারে৷ ফ্লরিডার অন্য এলাকা ও জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনএইচসি৷
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার পর ফ্লরিডার গভর্নর রন ডিস্যান্টিস কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য ফ্লরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে হোয়াইট হাউস জানিয়েছে৷
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ডিস্যান্টিস বাসিন্দাদের সতর্ক করে বলেন, ইডালিয়া ঘূর্ণিঝড় ‘বড় প্রভাব' ফেলতে পারে৷ তাই ‘‘আপনাদের যা করার আছে, করুন৷ আপনাদের কাছে আজও সময় আছে৷ আগামীকালেরও বেশিরভাগ সময় আছে,'' বলেন তিনি৷ জনগণকে উপকূলীয় এলাকা ছেড়ে উঁচু ভূমিতে চলে যাওয়ার পরামর্শ দেন গভর্নর৷
এদিকে, ফ্লরিডার দিকে ছুটে যাওয়ার পথে ইডালিয়ার প্রভাবে কিউবার সবচেয়ে পশ্চিমাংশে ভারী বৃষ্টিপাত হয়েছে৷ ঐ এলাকায় তামাক উৎপাদিত হয়ে থাকে৷ মাত্র একবছর আগে আঘাত হানা ইয়ান ঘূর্ণিঝড়ের ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি ঐ এলাকা৷ ঐ ঘূর্ণিঝড়ে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছিল৷
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আরও উষ্ণ হয়ে ওঠায় ঝড়গুলোর শক্তি দিন দিন বাড়ছে৷
জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)
ঘূর্ণিঝড়, আগ্নেয়গিরি থেকে সুপারমুন: কিছু বাছাই ছবি
বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে সাউথ আফ্রিকা, বিশ্বের বিভিন্ন কোণের কিছু চমৎকার ছবি রইলো এই ছবিঘরে৷
ছবি: Josh Edelson/AFP
যেন কাদায় ছবি আঁকা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় হিলারি৷ আকাশ থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড পামস অঞ্চলের দৃশ্য৷ রাস্তায় জমা ঘোলাটে পানির পাশে কমলা রঙের ফুটপাথ৷ একেবারে যেন তুলির টানের মতো!
ছবি: Josh Edelson/AFP
সাবধান!
ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় পানজাত পিনাং পালন করা হয়৷ এই খেলাতে একটি উঁচু পোস্টের গায়ে তেল মাখানো হয়৷ পোস্টের চূড়ায় থাকে বিভিন্ন ধরনের পুরস্কারের ছবি, যা হাতে পাওয়াই এই খেলার মূল৷ পিছলে গিয়েও ওপরে উঠতে চাওয়ার এই খেলা চলে আসছে ১৭০০ সাল থেকে৷
ছবি: Chaideer Mahyuddin/AFP
‘আমি কিছু দেখিনি’
মার্কিন স্ট্রিট আর্টিস্ট কেএডাব্লিউএস বা ব্রায়ান কনেলি তার এই শিল্পকর্মের নাম দিয়েছেন ‘একমপ্লিস’, অর্থাৎ শাগরেদ৷ ইন্দোনেশিয়ার প্রামবানান মন্দিরের সামনে রাখা আছে এই শিল্পকর্মটি৷ বিশাল গোলাপি এই শিল্পকর্ম দেখলে মনে হবে কেউ চোখ বন্ধ করে শুয়ে আছে, চাইলেও নিজের চারপাশ দেখতে চাইছে না৷ এই শিল্পকর্ম কি আপনাদের কিছু মনে করাচ্ছে?
ছবি: Devi Rahman/AFP
ফ্রাংকফুর্টে বাঘ এলো
সুমাত্রান বাঘ বর্তমানে দুর্লভ একটি প্রজাতি৷ বিশেষজ্ঞদের মতে, এখন এই প্রজাতির মাত্র ৪০০টি বাঘ রয়েছে৷ জার্মানির ফ্রাংফুর্ট চিড়িয়াখানায় আনা হয়েছে এই প্রজাতির বেশ কয়েকটি বাঘ৷ এমনই দুই প্রাপ্তবয়স্ক সুমাত্রান বাঘ রাজা ও রিম্বার কোলে এসেছে ছোট সিন্তা৷ এভাবেই হয়তো বাঁচানো যাবে এই প্রজাতিকে, আশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷
ছবি: Boris Roessler/dpa/picture alliance
এটনার অগ্ন্যুৎপাত
ইটালিতে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের পর এখন আগ্নেয়গিরি বিস্ফোরণ৷ সিসিলির কাটানিয়া বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয় যখন নিকটবর্তী আগ্নেয়গিরি মাউন্ট এটনা থেকে ছাই বেরোতে দেখা যায়৷ এই আগ্নেয়গিরি ইউরোপের সবচেয়ে বড় ও সচল আগ্নেয়গিরি গুলির একটি৷
ছবি: Salvatore Allegra/AP/dpa/picture alliance
ঢেউয়ে আটক
সাউথ আফ্রিকায় সার্ফিং করতে যান অনেকেই, কিন্তু সেখানে সার্ফিং করা রোমাঞ্চকর হলেও ঝুঁকিপূর্ণ৷ একদিকে বরফশীতল পানি, বিশালাকারের ঢেউ, প্রচুর আগাছা৷ অন্যদিকে ক্ষুধার্ত হাঙর! এর মাঝেই চলতে থাকে সার্ফিং, যা করতে গিয়ে প্রায়ই পানিতে পড়ে আটকে যান সার্ফাররা৷ কেপ টাউনের এই হাউট বে অঞ্চলকে তাই সার্ফাররা নাম দিয়েছেন ‘ডাঞ্জান’ বা অন্ধকূপ৷
ছবি: Nic Bothma/REUTERS
চটের বাজারে
ভারতের পর বিশ্বে সবচেয়ে বেশি চট প্রস্তুতকারী দেশ, বাংলাদেশ৷ সেখানে সবচেয়ে বড় চটের বাজার বসে মানিকগঞ্জে৷ সেই বাজারে ৫০ কিলোর এক একটি বান্ডিল নিয়ে যাচ্ছেন এই চটকর্মীরা৷ ৩০ ডিগ্রির বেশি গরমেও মাথায় ও কাঁধে বড় বড় চটের বান্ডিল নিয়ে যাচ্ছেন তারা৷
ছবি: Mustasinur Rahman Alvi/IMAGO
যৌন হয়রানির প্রতিবাদে পুতুল
জার্মানির কোলন ক্যাথিড্রালের সামনে প্রতিবাদ৷ সাদা-বেগুনি ফিতেয় মোড়া পুতুল, আঙুল উঁচিয়ে প্রশ্ন করছে কোলন ক্যাথিড্রালকে৷ বর্তমানে, এই গির্জা সমালোচিত হচ্ছে তার বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের কারণে৷ তাই এই প্রতিবাদ গির্জার অব্যবস্থাপনার বিরুদ্ধে৷
ছবি: Oliver Berg/dpa/picture alliance
আকাশে যখন ‘সুপারমুন’
চাঁদ সর্বক্ষণই পৃথিবীকে প্রদক্ষিণ করে কখনো কাছে আসে, আবার দূরে চলে যায়৷ যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখনই আমরা দেখতে পাই এমন ‘সুপার মুন’ বা বিশাল চাঁদ৷ আগস্ট মাসের ১ তারিখেই এই দৃশ্য দেখা গেছে৷ মাত্র সাড়ে তিন লাখ কিলোমিটার দূরে ছিল চাঁদ সেদিন৷ আবার এমন দৃশ্য দেখা যাবে ৩১ আগস্ট৷