1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশযুক্তরাষ্ট্র

বুধবার ফ্লরিডায় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে

২৯ আগস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসির পূর্বাভাস বলছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইডালিয়া ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার দিনের শেষভাগে ফ্লরিডায় আঘাত হানতে পারে৷

USA Vorbereitung auf den Tropensturm Idalia
ছবি: NOAA/AP/picture alliance

উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে৷

ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় অর্থ হচ্ছে বাতাসের গতিবেগ ঘণ্টায় অন্তত ১৭৯ কিলোমিটার হতে পারে৷

এনএইচসি বলছে, প্রায় ৩২ লাখ মানুষ বাস করা টাম্পা বে এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে৷ পানির উচ্চতা আট থেকে ১২ ফুট হতে পারে৷ ফ্লরিডার অন্য এলাকা ও জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনএইচসি৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার পর ফ্লরিডার গভর্নর রন ডিস্যান্টিস কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য ফ্লরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে হোয়াইট হাউস জানিয়েছে৷

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ডিস্যান্টিস বাসিন্দাদের সতর্ক করে বলেন, ইডালিয়া ঘূর্ণিঝড় ‘বড় প্রভাব' ফেলতে পারে৷ তাই ‘‘আপনাদের যা করার আছে, করুন৷ আপনাদের কাছে আজও সময় আছে৷ আগামীকালেরও বেশিরভাগ সময় আছে,'' বলেন তিনি৷ জনগণকে উপকূলীয় এলাকা ছেড়ে উঁচু ভূমিতে চলে যাওয়ার পরামর্শ দেন গভর্নর৷

এদিকে, ফ্লরিডার দিকে ছুটে যাওয়ার পথে ইডালিয়ার প্রভাবে কিউবার সবচেয়ে পশ্চিমাংশে ভারী বৃষ্টিপাত হয়েছে৷ ঐ এলাকায় তামাক উৎপাদিত হয়ে থাকে৷ মাত্র একবছর আগে আঘাত হানা ইয়ান ঘূর্ণিঝড়ের ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি ঐ এলাকা৷ ঐ ঘূর্ণিঝড়ে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছিল৷

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আরও উষ্ণ হয়ে ওঠায় ঝড়গুলোর শক্তি দিন দিন বাড়ছে৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ