1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুধবার মুখ্যমন্ত্রীর শপথ নেবেন মমতা

৩ মে ২০২১

আগামী বুধবার তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বুধবার। ছবি: Ians

দেরি না করে আগামী বুধবারই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পরপর তিনবার।

সোমবার বিকেল চারটে নাগাদ তৃণমূল পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়। সেখানে উত্তরবঙ্গের কয়েকজন নবনির্বাচিত বিধায়ক উপস্থিত থাকতে পারেননি। বাকিরা ছিলেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে মমতা নেত্রী নির্বাচিত হয়েছেন। বৈঠকের পর তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন ৬ মে থেকে।

মমতা এবার নন্দীগ্রাম থেকে হেরে গেছেন। তবে তারপরেও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে তার কোনো অসুবিধা হবে না। নিয়মানুযায়ী তাকে ছয় মাসের মধ্যে বিধানসভায় নির্বাচিত হয়ে আসতে হবে। তবে মমতা এদিন আবার নন্দীগ্রামে পুনর্গণনার দাবি করেছেন। তিনি বলেছেন, কেন কমিশন পুনর্গণনা করবে না। নন্দীগ্রামে কারচুপির আশঙ্কা করছেন তিনি। সব ইভিএম সিল করে রাখার দাবি করেছেন।

মমতার দাবি, পুনর্গণনা হলে প্রাণনাশের আশঙ্কা করছিলেন রিটার্নিং অফিসার। এসএমএস দেখিয়ে এই অভিযোগ করেন তিনি।

তবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে মমতার শপথগ্রহণ নিয়ে কোনো বড় অনুষ্ঠান হবে না। আর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সুব্রত মুখোপাধ্যায় প্রোটেম স্পিকার হবেন। আর গতবারের বিদায়ী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই আবার স্পিকার হচ্ছেন।

পরে রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, এখন তার প্রধান কাজ করোনা মোকাবিলা করা। তাই কোনো বিজয়োৎসব হবে না।     

জিএইচ/এসজি(পিটিআই, আনন্দবাজার, এবিপি আনন্দ)      

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ