1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুধবার স্টক একচেঞ্জে আবার লেনদেন শুরু হতে পারে

১৭ জানুয়ারি ২০১২

বাংলাদেশে সরকারি চাকুরিজীবীদের শেয়ারাজারে বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপে বিরূপ প্রভাবের আশঙ্কায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ ও চট্টগ্রাম স্টক একচেঞ্জের লেনদেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে৷

ফাইল ছবিছবি: DW

তবে আগামীকাল বুধবার থেকে লেনদেন আবার শুরু হবে বলে খবরে প্রকাশ৷

এর আগে স্থগিতের নির্দেশে ক্ষুব্ধ হয়ে ওঠে বিনিয়োগকারীরা৷ তারা সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে৷ দুই স্টকএক্সচেঞ্জ সরকারি চাকুরিজীবীদের শেয়ার বাজারে বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে৷

সরকারি চাকুরিজীবীদের শেয়ার বাজারে বিনিয়োগের নিষেধাজ্ঞা পুরনো৷ চাকরির বিধি অনুযায়ী তারা এধরণের বিনিয়োগ করতে পারেন না৷ কিন্তু এই আইনটি কেউ মানছিলেন না৷ গত কয়েকবছরে সরকারি চাকুরিজীবীরা লাগামহীনভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করে আসছেন৷ সরকারের পর্যবেক্ষণ থেকে দেখা গেছে যে, বিনিয়োগকারী সরকারি চাকুরিজীবীরা অফিসে গিয়েও কাজ ফেলে শেয়ার বাজার নিয়ে ব্যস্ত থাকেন৷ এঅবস্থায় সোমবার মন্ত্রিসভা আইনটি কার্যকরভাবে প্রয়োগ এবং সামরিক ও এর প্রতিক্রিয়ায় শেয়ার বাজারে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেন দেন শুরুর কয়েক মিনিট আগেই তাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিয়ে লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয়৷এর প্রতিক্রিয়ায় বিনিয়োগকারী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন৷ তারা মতিঝিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের সড়ক অবরোধ করেন এবং টায়ার জালিয়ে সরকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানান৷

পরে সংবাদ সংম্মেলন করে ঢাকা স্টক একচেঞ্জের প্রধান নির্বাহী ড. মোশাররফ হোসেন লেনদেন বন্ধের কারণ ব্যাখ্যা করেন৷ তিনি বলেন, সরকারে এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি এবং পুঁজিবাজারে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হতে পরে৷

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সিদ্ধান্তের খবরে সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর ২ মিনিট পরই লেনদেন বন্ধ এবং ওই ২ মিনিটের লেনদেন বাতিল করা হয়৷ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট আল মারুফ খান বলেন, প্রতিক্রিয়া বোঝার জন্যই লেনদেন বন্ধ করা হয়৷

পরে দুই স্টক এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তারা সিকিউটিরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন৷ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ড. মোশাররফ হোসেন জানান, তারা সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন৷ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট মারুফ খান বলেন, সরকারের এই সিদ্ধান্ত স্পষ্ট নয়৷ তাই বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে৷

তারা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকেরও চেষ্টা করছেন৷ জানা গেছে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত হবে শেয়ার বাজারে আবার কবে থেকে লেনদেন শুরু হবে৷এদিকে শেয়ার বাজার বিশ্লেষক আখতার হোসেন ডয়চে ভেলেকে জানান, সরকার শেয়ার বাজারের জন্য যেসব প্যাকেজ সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করলেই ধীরে ধীরে শেয়ার বাজার গতি ফিরে পাবে৷এধরণের কোন আকস্মিক সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়বে৷

এদিকে বিকেলে ঢাকা স্টক একচেঞ্জের প্রেসিডেন্ট শাকিল রিজভি জানিয়েছেন, আগামীকাল বুধবার আবার লেনদেন শুরু হতে পারে৷ তারা সরকারের সঙ্গে আলোচনা করছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ