1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগার শিরোপা নিয়ে ডর্টমুন্ডের বিজয়োল্লাস

১৬ মে ২০১১

বুন্ডেসলিগার চলতি মৌসুমের শিরোপা জিতে বিজয়োল্লাস করে সপ্তাহান্ত কাটালো ডর্টমুন্ড৷ এদিকে, অধিনায়কত্বের ব্যাপারে মিশায়েল বালাকের আর কোন সম্ভাবনা নেই এমন ইঙ্গিত আসল স্বয়ং জাতীয় দলের কোচ ইয়োয়াখিম লোয়েভের মুখ থেকেই৷

Fussball, 1. Bundesliga, 34. Spieltag, Borussia Dortmund - Eintracht Frankfurt, Samstag (14.05.11), Signal Induna Park, Dortmund: Ein Dortmunder Spieler jubelt mit der Meisterschale. Das Spiel endete 3:1. Borussia Dortmund wurde zum siebten Mal Deutscher Fussball-Meister. Foto: Oliver Lang/dapd
ছবি: dapd

সপ্তমবারের মতো লিগ শিরোপা জয়ের আনন্দ মিছিলে প্রায় চার লাখ ডর্টমুন্ড ভক্ত রবিবার হলুদ জার্সি পরে নেমেছিল রাজপথে৷ আর কোচ ইয়ুর্গেন ক্লপসহ খেলোয়াড়রা ভক্তদের সাথে উল্লাস করলেন একটি খোলা বাসে শিরোপা নিয়ে নেচে গেয়ে৷ ডর্টমুন্ডের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিজয় শোভাযাত্রা বলে মনে করা হচ্ছে৷ এতো বেশি সংখ্যক মানুষের উপস্থিতি দেখে কোচ ক্লপের চোখে আনন্দাশ্রু এসে গিয়েছিল বলে সাংবাদিকদের কাছে জানালেন তিনি৷ বললেন, ‘‘আমরা এমন কিছুই স্বপ্ন দেখছিলাম৷ আর ঠিক তা-ই যখন অগণিত ভক্তের চেহারায় ফুটে উঠে, তখন সেটা খুবই অবাক কাণ্ড৷ আমাদের জানা মতে, এটিই সবচেয়ে বড় আনন্দ মিছিল৷''

প্রায় দুই সপ্তাহ আগেই নিজেদের শীর্ষ অবস্থান নিশ্চিত করেছিল বোরুসিয়া ডর্টমুন্ড৷ তবে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ৩-১ গোলে হারানোর পর শনিবার লিগ শিরোপা হাতে পায় তারা৷ এরপর থেকেই শুরু হয়ে যায় আনন্দ উচ্ছ্বাস৷ কোচসহ দলের সদস্যদের রাতভর চলে বিজয় উল্লাস৷ আনুষ্ঠানিক সংবর্ধনায় খেলোয়াড়দের উদ্দেশ্যে দলের ব্যবস্থাপনা পরিচালক হান্স-ইয়োয়াখিম ভাৎস্কে বললেন, ‘‘একটি গর্বিত ক্লাবকে তোমরা সুনাম ফিরিয়ে দিয়েছো৷ তোমাদের ধন্যবাদ আমাদের এমন আবেগঘন মুহূর্ত উপহার দেওয়ার জন্য৷''

এরপর দিনের শুরু থেকে বিজয় উল্লাসে শামিল হয় লাখো ভক্ত৷ হঠাৎ করেই যেন থমকে যায় ডর্টমুন্ডের জনজীবন৷ পথে-ঘাটে তিল ধারণের জায়গা নেই৷ শুধুই উল্লসিত জনতার ঢেউ৷ উল্লেখ্য, বিজয় শোভাযাত্রায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা হয়েছিল দেড় হাজার পুলিশ সদস্য৷

এদিকে, রবিবার আউগসবুর্গকে ২-১ গোলে হারিয়ে সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে হ্যার্থা বার্লিন৷ ফলে চলতি মৌসুম থেকে বাদ পড়লেও আবারও বুন্ডেসলিগায় জায়গা করে নিল বার্লিন৷ এছাড়া রবিবারের হার সত্ত্বেও পয়েন্ট তালিকায় এগিয়ে প্রথম বারের মতো বুন্ডেসলিগায় খেলার সুযোগ করে নিল আউগসবুর্গ৷

অন্যদিকে, ডুইসবুর্গকে ৩-১ গোলে হারিয়ে সেকেন্ড ডিভিশনে তৃতীয় স্থানে বোখুম৷ ফলে পাঁচ বারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখকে আগামী মৌসুমের বুন্ডেসলিগায় স্থান পেতে লড়তে হচ্ছে বোখুমের বিরুদ্ধে৷ ১৯ মে সেই মর্যাদার লড়াই হবে ম্যোনশেনগ্লাডবাখের মাঠে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ