1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগার শীর্ষস্থান দখলে রাখলো মাইন্স

২২ সেপ্টেম্বর ২০১০

শুধু যে শীর্ষস্থানটি ধরে রেখেছে তা-ই নয়৷ চলতি মৌসুমের পাঁচটি খেলার সবক’টিতেই জয় পেয়েছে মাইন্স৷ ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হফেনহাইমের সাথে ব্যবধানটাও বেশ৷ এগিয়ে রয়েছে পাঁচ পয়েন্টে৷

Football, Bundesliga, Mainz, মাইন্স, কোলন, বুন্ডেসলিগা,
মাইন্স ও কোলনের মধ্যে বল নিয়ে লড়াইছবি: dapd

মঙ্গলবার ২-০ গোলে কোলনকে হারালো মাইন্স৷ দু'টি গোলই করেছেন ২০ বছর বয়সি তারকা লুইস হোল্টবি৷ প্রথমটি ৭২ মিনিটে এবং দ্বিতীয় গোলটি হয় খেলার শেষ মুহূর্তে৷ একটানা সাফল্যে বেশ উৎফুল্ল মাইন্সের কোচ থমাস টুশেল৷ বুন্দেসলিগায় সবচেয়ে কম বয়সি কোচ টুশেল৷ বয়স চলছে মাত্র ৩৭৷ তবে দল পরিচালনায় বেশ কৃতিত্বের পরিচয় রাখছেন তিনি৷ কোলনের বিরুদ্ধে জয়ের পর বললেন, আজ রাতে ভক্তরা খুব ভালো ছিল৷ তাদের জন্য উপহার হিসেবে দু'টো গোল দেওয়া হয়েছে৷ এটা সত্যিই চমৎকার৷

এদিকে, হফেনহাইমকে ২-১ গোলে হারালো বায়ার্ন মিউনিখ৷ খেলা শুরুর ৩৬ সেকেন্ডে গোল করেও শেষ পর্যন্ত জয় মেলেনি হফেনহাইমের ভাগ্যে৷ ভেডাড ইবিসেভিচের গোলে শুরুতে এগিয়ে গেলেও আর কোন গোল পায়নি হফেনহাইম৷ উল্টো গোল শোধ করে জয় নিশ্চিত করতে আরেকটি গোল দেয় বায়ার্ন মিউনিখ৷ প্রথমটি করেন থমাস ম্যুলার ৬২ মিনিটে৷ আর অতিরিক্ত সময়ে গোল করেন ডিফেন্ডার ডানিয়েল ফন বুটেন৷ মঙ্গলবার জয় পেলেও সবমিলিয়ে বেশ পিছিয়ে বায়ার্ন মিউনিখ৷ ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার সপ্তমে৷

দিনের অপর খেলায় ৪-১ গোলে ভের্ডা ব্রেমেনকে হারিয়েছে হানোফার৷ ফলে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হানোফার৷ ভের্ডা ব্রেমেনের পক্ষে একমাত্র গোলটি আসে ৩৬ মিনিটের পেনাল্টি শটে টর্সটেন ফ্রিঙ্গস এর পা থেকে৷ অন্যদিকে, হানোফারের পক্ষে গোলের সূচনা করেন ক্লেমেন্স ফ্রিৎস ১১ মিনিটে৷ ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান আইভোরি কোস্ট স্ট্রাইকার ডিডিয়ের কোনান৷ ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান শুলৎস এবং অতিরিক্ত সময়ে গোল করেন মোহাম্মেদ আব্দেল্লাউ৷ যাহোক মঙ্গলবারের হার ভের্ডা ব্রেমেনকে নামিয়ে দিয়েছে ১২তম ঘরে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ