1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষে বায়ার্ন, পাল্লা দিচ্ছে ফ্রাঙ্কফুর্ট

২৩ সেপ্টেম্বর ২০১২

মাত্র তিন মিনিটের ব্যবধানে পরপর দু’টি গোল করে শালকে’কে ২-০ গোলে হারালো বায়ার্ন৷ চলতি মৌসুমের টানা চারটি খেলাতেই জয় পেল বায়ার্ন৷ এদিকে, টানা ৩১টি খেলায় জয় পাওয়ার পর হামবুর্গের কাছে হার মানতে হলো বোরুসিয়া ডর্টমুন্ড’কে৷

Bayern Munich's players celebrate a goal against Schalke 04 during the German first division Bundesliga soccer match in Gelsenkirchen September 22, 2012. REUTERS/Ina Fassbender (GERMANY - Tags: SPORT SOCCER) DFL RULES TO LIMIT THE ONLINE USAGE DURING MATCH TIME TO 15 PICTURES PER GAME. IMAGE SEQUENCES TO SIMULATE VIDEO IS NOT ALLOWED AT ANY TIME. FOR FURTHER QUERIES PLEASE CONTACT DFL DIRECTLY AT + 49 69 650050
ছবি: REUTERS

চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রথম খেলায় ভ্যালেন্সিয়া'কে ২-১ গোলে হারিয়ে বেশ সতেজতায় পরিপূর্ণ ছিল বায়ার্ন মিউনিখ৷ আর শনিবার শালকে'কে হারিয়ে আরো উচ্ছ্বসিত টনি ক্রুজ ও টমাস ম্যুলারের সঙ্গীরা৷ খেলার প্রথমার্ধে ফেভারিট বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ তারকাদের বেশ নৈপুণ্যের সাথেই মোকাবিলা করেছে শালকের লড়াকুরা৷ কিন্তু দ্বিতীয়ার্ধে বায়ার্ন মিউনিখের নতুন উদ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশলের কাছে আর টিকতে পারেনি শালকে৷ ৫৫ মিনিটে টনি ক্রুজ এবং মাত্র তিন মিনিট পরেই টমাস ম্যুলার পরপর দু'টি গোল করেন৷

খেলা শেষে বায়ার্ন মিউনিখের প্রশিক্ষক ইয়ুপ হেঙ্কেজ বললেন, ‘‘উভয় দলই খুব নিবিড়ভাবে খেলেছে এবং শালকে বেশ শক্তহাতেই মোকাবিলা করার চেষ্টা করেছে, বিশেষ করে প্রথমার্ধে তারা এক্ষেত্রে বেশ সফল হয়েছে৷ তবে আমরা দ্বিতীয়ার্ধেই আমাদের নিজেদের অবস্থান ও মান তুলে ধরেছি এবং নিয়ন্ত্রণ বজায় রেখেছি৷ ফলে এই জয় আমাদের প্রাপ্য ছিল৷ এছাড়া এটাও খুব ভালো বিষয় যে, আমরা এখন ডর্টমুন্ডের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছি৷ কিন্তু আসলে শিরোপা জয়ের হিসাব এখনও অনেক দূরে৷''

শনিবার শালকে'কে হারিয়ে আরো উচ্ছ্বসিত টনি ক্রুজ ও টমাস ম্যুলারের সঙ্গীরাছবি: REUTERS

চলতি মৌসুমের সবগুলো খেলায় জিতে ১২ পয়েন্ট অর্জন করেছে বায়ার্ন মিউনিখ৷ তবে গোলের ব্যবধানে একটু পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও সমান পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখের কাঁধে নিশ্বাস ফেলছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ এরপরেই অবস্থান যথাক্রমে হানোফার, বোরুসিয়া ডর্টমুন্ড, শালকে এবং ন্যুরেমব্যার্গ-এর৷ এই চারটি দলের সবার পয়েন্ট ৭ করে৷

তবে বুন্ডেসলিগায় সপ্তাহান্তে বেশ বড়সড় অঘটন ঘটিয়েছে পয়েন্ট তালিকার বেশ নিচের দিকে থাকা হামবুর্গ৷ একটানা ৩১টি খেলায় জয় পাওয়ার ফলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বোরুসিয়া ডর্টমুন্ড৷ তারা ভেবেছিল তাদের এই জয়ের ধারা হয়তো আরো অনেকদিন বজায় রাখা সম্ভব হবে৷ কিন্তু বেশ অপ্রত্যাশিতভাবেই যেন পথে এসে দাঁড়ালো হামবুর্গ৷ এক্ষেত্রে অবশ্য বেশ কৃতিত্বের দাবিদার দক্ষিণ কোরীয় তারকা সন-হিয়ুং মিন৷ মিন খেলা শুরুর দ্বিতীয় মিনিটে একটি এবং ৫৯ মিনিটে আরেকটি গোল করেন৷ এছাড়া ৫৫ মিনিটে একটি গোল করেন ইভো লিচেভিচ৷ অন্যদিকে ডর্টমুন্ডের পক্ষে ৪৬ ও ৬০ মিনিটে দু'টি গোল করেন ইভান পেরিসিচ৷ ফলে ফল দাঁড়ায় ৩-২ গোলের ফেভারিট ডর্টমুন্ডের হার৷

এএইচ / এআই (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ