1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হাফ সেঞ্চুরি’

২০ আগস্ট ২০১২

১৯৬৩ সালের ২৪শে আগস্ট বুন্ডেসলিগার জন্ম৷ সেই একই তারিখে ৫০’এ পা রাখতে যাচ্ছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই ফুটবল লিগ৷

ছবি: picture-alliance/dpa

শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড আর ভ্যার্ডার ব্রেমেনের মধ্যকার খেলা দিয়ে শুরু হবে এবারের আসর৷ শোনা যাচ্ছে, এবার মোট ৩০৫টি ম্যাচ খেলবে আঠারটি দল৷

বুন্ডেসলিগার প্রথম গোল করেছিলেন ডর্টমুন্ডের খেলোয়াড় টিমো কনিৎসকা৷ অবশ্য সেটার কোনো ভিডিও ক্লিপ, এমনকি স্থির ছবিও নেই৷ অথচ এখন বুন্ডেসলিগার খেলা শুধু টেলিভিশনেই নয়, সরাসরি সম্প্রচারিত হয় অনলাইনে৷ ফলে দেখা যায় ডেস্কটপ, ল্যাপটপ থেকে শুরু করে হালের আইফোন আর আইপ্যাডে৷

বুন্ডেসলিগায় খেলেই বিশ্বের নামকরা খেলোয়াড় হয়েছেন ফ্রানৎস বেকেনবাওয়ার, গের্ড ম্যুলার, ভল্ফগাং ওভারাথ এবং গ্যুন্থার নেটৎসার৷

বায়ার্ন মিউনিখ নিশ্চিতভাবেই বুন্ডেসলিগার সেরা দল৷ ৪৯ বারের মধ্যে ২১ বারই তারা শিরোপা জিতেছে৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে বোরুসিয়া ডর্টমুন্ড আর বোরুসিয়া ম্যুনশেনগ্লাডবাখ৷ তারা লিগ জিতেছে পাঁচবার করে৷

ভালো করে ছবিটি দেখুন, তাহলেই বুঝবেন পার্থক্যটা...ছবি: picture-alliance/Sven Simon

১৯৬৯ সালে ন্যুরেমব্যার্গ একমাত্র দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন হয়ে লিগ শুরু করে মরসুম শেষে রেলিগেটেড হয়ে গিয়েছিল৷ আর এর বিপরীত ঘটনার জন্ম দিয়েছিল কাইজার্সলাউটার্ন৷ ১৯৯৮ সালে তারা রেলিগেশন থেকে উত্তীর্ণ হয়ে লিগ শুরু করে চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করেছিল৷

এদিকে বুন্ডেসলিগার প্রথম চ্যাম্পিয়ন দল কোলন এ পর্যন্ত পাঁচবার রেলিগেটেড হয়েছে৷

গতবছর দর্শক বিবেচনায় বুন্ডেসলিগার ইউরোপীয় একটি রেকর্ড করে৷ আর সেটা হলো, প্রায় এক কোটি ৩৮ লক্ষ দর্শক স্টেডিয়ামে বসে লিগের খেলাগুলো দেখেছে৷ অর্থাৎ প্রতি ম্যাচে মাঠে গড়ে দর্শক উপস্থিতি ছিল ৪৫ হাজারেরও বেশি৷

এই দীর্ঘ সময়ে ১৯৭০-৭১ মরসুমে ম্যাচ ফিক্সিং এর ঘটনা ঘটেছিল বুন্ডেসলিগায়৷ ফলে বিলেফেল্ড আর অফেনবাখ দলের বুন্ডেসলিগা খেলার লাইসেন্স কেড়ে নেয়া হয়েছিল৷ এছাড়া খেলোয়াড়, কোচ থেকে শুরু করে অনেক ক্লাবের কর্মকর্তাদের শাস্তিও দেয়া হয়েছিল৷

বায়ার্ন মিউনিখের গের্ড ম্যুলার ৩৬৫ গোল করে এখনো বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন৷ এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছেন শালকের ক্লাউস ফিশার৷ তাঁর গোল সংখ্যা ২৬৮৷ ম্যুলারের এক মরসুমে করা ৪০ গোলের রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি৷

জেডএইচ / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ