1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগায় টানা সাত জয়

৭ অক্টোবর ২০১২

চ্যাম্পিয়নস লিগে কম পরিচিত ক্লাবের কাছে বড় হারের দু;খ ভুলতে বায়ার্ন মিউনিখের সমর্থকদের জন্য একটা জয় প্রয়োজন ছিল৷ সেটা এসেছে শনিবার বুন্ডেসলিগা থেকে৷

MUNICH, GERMANY - OCTOBER 06: Franck Ribery (L) of Muenchen scores the second team goal against keeper Koen Casteels of Hoffenheim during the Bundesliga match between FC Bayern Muenchen and TSG 1899 Hoffenheim at Allianz Arena on October 6, 2012 in Munich, Germany. (Photo by Alexander Hassenstein/Bongarts/Getty Images)
ছবি: Getty Images

হফেনহাইমের সঙ্গে সেই খেলায় বায়ার্ন ২-০ গোলে জিতেছে৷ দুটো গোলই করেছেন ফরাসি ফ্র্যাংক রিবেরি৷ এর ফলে লিগের প্রথম সাত খেলার সবটিতেই জয় পেয়ে শীর্ষে বায়ার্ন৷

কিন্তু টানা সাত ম্যাচের জয়, বিষয়টা ঐতিহাসিক কারণে একটু আশঙ্কার৷ কেননা এর আগে ২০১০-১১ মৌসুমে মাইনৎস আর ১৯৯৫-৯৬ মৌসুমে বায়ার্ন লিগ শুরু করেছিল টানা সাতটি জয় দিয়ে৷ কিন্তু শেষ পর্যন্ত ঐ দুই মৌসুমেই লিগ শিরোপা জিতেছিল বোরুসিয়া ডর্টমুন্ড৷

এবারের লিগে বায়ার্ন আবারও টানা সাত জয় পাওয়ায় নিন্দুকেরা সেই ইতিহাস নিয়ে কথা বলা শুরু করেছেন৷ আর সেসব কথাবার্তার জবাব দিয়েছেন বায়ার্নের বাস্টিয়ান শোয়াইনস্টাইগার৷ এবার আর ইতিহাসকে ফিরে আসতে না দেয়ার অঙ্গীকার করেছেন তিনি৷

এদিকে রিবেরি বলেন, বায়ার্নকে শুধু তার নিজের খেলার মান ধরে রাখতে হবে৷ তাহলেই হবে৷ কোন ক্লাব কেমন খেলছে সেটা দেখার প্রয়োজন নেই৷ তিনি বলেন, গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের খেলায় বেলারুশের ক্লাব বরিসভের কাছে ৩-১ গোলে হারার পর এই জয়টা দরকার ছিল৷ অখ্যাত এক ক্লাবের সঙ্গে ঐ হার সম্পর্কে রিবেরি বলেন, ফুটবলে এ ধরনের দিন আসতেই পারে৷ তবে বড় কথা হচ্ছে, সেই হারকে ভুলে যত তাড়াতাড়ি সম্ভব জয়ের ধারায় ফিরে যাওয়া৷

শনিবার রাতে বায়ার্ন জয় পেলেও একটা বিষয় খারাপ হয়েছে৷ সেটা হচ্ছে, ফিলিপ লাম আর টমাস ম্যুলারের আহত হওয়া৷ ব্যাপারটা জার্মান জাতীয় দলের জন্য দু:সংবাদ৷ কেননা এই দুজনই জাতীয় দলে খেলে থাকেন৷ আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বে জার্মানির খেলা রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, ডাবলিনে৷ আর তার চারদিন পর জার্মানির খেলা সুইডেনের সঙ্গে, বার্লিনে৷

জেডএইচ / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ