1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাঙ্কফুর্টকে হারালো গ্লাডবাখ

২ মার্চ ২০১৩

টানা ৪১৫ মিনিট গোলশূন্য থাকলো বুন্ডেসলিগার চার নম্বরে থাকা দল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট৷ শুক্রবার তারা ১-০ গোলে হেরেছে বোরুসিয়া ম্যোয়েনশেনগ্লাডবাখের কাছে৷

FRANKFURT AM MAIN, GERMANY - MARCH 01: Luuk de Jong of Moenchengladbach celebrates his team's first goal during the Bundesliga match between Eintracht Frankfurt and Borussia Moenchengladbach at Commerzbank-Arena on March 1, 2013 in Frankfurt am Main, Germany. (Photo by Alex Grimm/Bongarts/Getty Images)
ছবি: Getty Images

এই জয়ের ফলে গ্লাডবাখের অবস্থান এখন লিগ টেবিলের ছয় নম্বরে৷

ফ্রাঙ্কফুর্ট শেষ গোল করতে পেরেছিল হামবুর্গের সঙ্গে খেলায়, সেটাও চার ম্যাচ আগে৷ ঐ খেলায় ২-০ গোলের জয় পেয়েছিল ফ্রাঙ্কফুর্ট৷

শুক্রবার হারলেও পয়েন্ট টেবিলে এখনো চার নম্বরে রয়েছে তারা৷ ফলে আগামী মৌসুমে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ এখনো থাকছে ফ্রাঙ্কফুর্টের৷ তবে এজন্য লিগের বাকি খেলাগুলোয় আরও ভাল খেলতে হবে তাদের৷ এভাবে ম্যাচের পর ম্যাচ গোলশূন্য থাকলে চলবেনা৷

গ্লাডবাখের পক্ষে লুক ডে ইয়ং খেলার ২২ মিনিটে হেড করে একমাত্র গোলটি করেন৷ দ্বিতীয়ার্ধে প্রভাব বিস্তার করে খেলে ফ্রাঙ্কফুর্ট৷ কিন্তু গোলের দেখা পায়নি তারা৷

জার্মান লিগের পর এবার ইটালীয় ফুটবলের খবর৷ সেখানে শুক্রবার খেলা হয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটো দলের মধ্যে, জুভেন্টাস আর নেপোলি৷

খেলা শুরুর আগে প্রথম স্থানে থাকা জুভেন্টাসের সঙ্গে দ্বিতীয় দল নেপোলির ব্যবধান ছিল ছয় পয়েন্টের৷ শুক্রবার দুই দলের মধ্যে খেলার পরও ব্যবধান একই থেকে গেছে৷ অর্থাৎ খেলাটা ড্র হয়েছে, ১-১ গোলে৷

খেলায় প্রথমে গোল করেছিল জুভেন্টাস৷ পরে সেটা শোধ করে দেয় নেপোলি৷ এরপর দ্বিতীয়ার্ধে অতিথি জুভেন্টাসকে চেপে ধরেছিল নেপোলি৷ কিন্তু কিছুটা ভাগ্য আর কিছুটা জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক বুফনের অসাধারণ নৈপুণ্যের কারণে গোল পায়নি নেপোলি৷

ড্র করতে পারায় জুভেন্টাসের কোচ অ্যান্টোনিও কন্টে খুশি হলেও বলছেন লিগ চ্যাম্পিয়ন হতে এখনো অনেক পথ বাকি আছে৷ তবে দ্বিতীয় স্থানে থাকা নেপোলির সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান থাকাটা ভাল খবর৷

এদিকে গোলের অনেক সুযোগ থাকার পরও পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ায় কিছুটা হতাশ নেপোলির কোচ ওয়াল্টার মাজ্জারি৷ এ নিয়ে পরপর তিন ম্যাচে ড্র করলো ম্যারাডোনার সাবেক দল নেপোলি৷

জেডএইচ / এআই (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ