1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগায় বড় দলগুলোর অবস্থা এবার যাচ্ছেতাই

২২ নভেম্বর ২০১০

জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কির শেষ মুহুর্তের পেনাল্টি গোলে পয়েন্ট টেবিলের তলানিতে যাওয়ার হাত থেকে বাঁচলো কোলন এফসি৷ অন্যদিকে বুন্ডেসলিগার বড় দলগুলোর অবস্থা এখনও পর্যন্ত তেমন সুবিধার নয়৷

স্টুটগার্টের বিপক্ষে কোলনের পোডলস্কিছবি: picture-alliance/Pressefoto UL

বুন্ডেসলিগার পয়েন্ট টেবিলের একেবারে তলায় অবস্থান করছে মোয়েনশেনগ্লাডবাখ৷ আগের ম্যাচে তাদের কাছে চার গোলে হেরেছিলো কোলন৷ তবে রোববার স্টুটগার্টের বিরুদ্ধে ১-০ গোলের জয় আপাতত তাদের সবার নীচে যাওয়া থেকে বিরত রেখেছে৷ এবারের মৌসুমে মাত্র তিনটি ম্যাচে জিতল পোডলস্কির দল৷ খেলার ৮২ মিনিটের মাথায় তিনি পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন৷ তবে ভাগ্যও তাদের পক্ষে ছিল, নইলে মাত্র দুই মিনিটি আগে স্টুটগার্টের পাভেলের শট কোলনের গোলপোস্টে লেগে ফেরত আসতো না৷

এদিকে এক মৌসুম আগের চ্যাম্পিয়ন ভোল্ফসবুর্গের অবস্থা খুবই খারাপ৷ বুন্ডেসলিগায় এবারের নতুন দল জাংক্ট পাউলির সঙ্গেও তারা ড্র করেছে ১-১ গোলে৷ ফলে পয়েন্ট টেবিলের তাদের অবস্থান এখন ১১ তম৷ খেলার ২৮ মিনিটে অবশ্য এগিয়ে গিয়েছিল জাংক্ট পাউলি৷ তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার নয় মিনিটের মাথায় সেটি শোধ করে দেন গত মৌসুমের টপ স্কোরার এডিন জেকো৷ অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ১-১ গোলে ড্র করেছে বায়ার লেভারকুজেনের সঙ্গে৷ ফলে ২৫ পয়েন্ট নিয়ে লেভারকুজেন তৃতীয় এবং বায়ার্ন ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে পয়েন্ট টেবিলে৷ শিরোপা জয়ের লড়াইয়ে এবার ফিরতে পারবে কিনা বায়ার্ন তা নিয়ে বেশ চিন্তিত দলের সমর্থকরা৷ এদিকে ফ্রাইবুর্গকে ২-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে দারুণভাবে ফর্ম ধরে রেখেছে বুরুসিয়া ডর্টমুন্ড৷ ৩৪ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে তাদের অবস্থান সবার ওপরে৷ অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা মাইঞ্জ ৩-২ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের একেবারে শেষে থাকা মোয়েনশেনগ্লাডবাখকে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ