1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগায় মৌসুমের প্রথমার্ধের সেরা বোরুসিয়া ডর্টমুন্ড

৫ ডিসেম্বর ২০১০

শীতকালীন বিরতির আগে বুন্ডেসলিগায় তালিকার শীর্ষে বোরুসিয়া ডর্টমুন্ড৷ শনিবার দ্বিতীয় অবস্থানে থাকা মাইন্স আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় শীর্ষে থেকেই নতুন বছরে পা দেওয়ার সুযোগ নিশ্চিত হলো ডর্টমুন্ডের৷

স্টুটগার্ট, হফেনহাইম, খেলা, উত্তেজনাপূর্ণ, মুহূর্ত, Bundesliga, Stuttgart, Hoffenheim, Football, Germany, বুন্ডেসলিগা, মৌসুম, বোরুসিয়া, ডর্টমুন্ড
স্টুটগার্ট এবং হফেনহাইমের মধ্যে খেলার একটি উত্তেজনাপূর্ণ মুহূর্তছবি: dapd

শনিবারের হারের পর মাইন্স এবং ডর্টমুন্ডের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৭ পয়েন্ট৷ রবিবার ন্যুরেমবার্গের বিপক্ষে মাঠে নামছে ডর্টমুন্ড৷ বড় ধরণের কোন বিপর্যয় না ঘটলে নিজেদের ঝুলি আরো সমৃদ্ধ হবে ডর্টমুন্ডের, বিশ্লেষকরা এমনটিই মনে করছেন৷ কারণ চলতি মৌসুমের ১৪ টি খেলার ১২ টিতেই জয় পেয়েছে তারা৷ দেখা গেছে, বুন্ডেসলিগার ৪৭ মৌসুমে ৩১ বারই শিরোপা ঘরে তুলেছে প্রথমার্ধের বিজয়ীরা৷ সেই হিসেবে ডর্টমুন্ডের সামনেও এখন লিগ টাইটেলের হাতছানি৷

আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ গোলে হারলেও দ্বিতীয় স্থানটি এখনও রয়েছে মাইন্সের দখলে৷ মাইন্সের ঝুলিতে রয়েছে ৩০ পয়েন্ট৷ শনিবার নিজেদের মাঠে ৩৫ মিনিটে প্রথম গোল করেন ফ্রাঙ্কফুর্টের মার্কো রুস৷ বিরতির তিন মিনিট আগে পেনাল্টি কিক-এ গোল শোধ করেন মাইন্সের আন্ড্রে শোয়ের্লে৷ কিন্তু খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে পেনাল্টি কিক পায় ফ্রাঙ্কফুর্ট৷ ফলে সফল কিক করে দলকে এক গোলে জয় এনে দেন থেয়োফানিস গেকাস৷ আর ১৩তম এই গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তালিকার শীর্ষে এখন গেকাস৷ মাইন্সকে হারিয়ে ২৩ পয়েন্ট ফ্রাঙ্কফুর্টের ঝুলিতে৷ অবস্থান ৮ম ঘরে৷

এদিকে, হ্যানোভারের কাছে ২-১ গোলে হেরে একেবারে নিচের সারিতে জায়গা করে নিল বোরুসিয়া মোয়েনশেনগ্লাডবাখ৷ শনিবার অ্যামেরিকান মিডফিল্ডার মাইকেল ব্র্যাডলির গোলে ১৯ মিনিটেই এগিয়ে যায় মোয়েনশেনগ্লাডবাখ৷ এমনকি বিরতি পর্যন্ত চাপেই রেখেছিল হ্যানোভারকে৷ কিন্তু বিরতির মাত্র দুই মিনিট আগে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় গ্লাডবাখের রাউল বোবাডিলাকে৷ ফলে খেলার মোড় ঘুরে যায় বেশ দ্রুত৷ নতুন উদ্যমে মাঠে নেমে ৭৩ মিনিটে গোল শোধ করে হ্যানোভার৷ মাইক হাঙ্কের মাত্র দু'মিনিট পরই জয়সূচক গোলটি করেন আইভোরি কোস্টের ডিডিয়ের ইয়া কোনান৷ ফলে মোয়েনশেনগ্লাডবাখের সংগ্রহ মাত্র ১০৷ অন্যদিকে, ২৮ পয়েন্ট নিয়ে হ্যানোভার এখন তৃতীয় অবস্থানে৷

দিনের অপর খেলায় হামবুর্গকে ১-০ গোলে হারিয়েছে ফ্রাইবুর্গ৷ গত সাতটি খেলায় এটি ৫ম পরাজয় হামবুর্গের৷ ফলে চাকরি হারানোর ভয়ে রয়েছেন হামবুর্গ কোচ আরমিন ফেহ৷ ২-০ গোলে বায়ার্ন মিউনিখকে হারালো শালকে৷ স্টুটগার্ট এবং হফেনহাইম ১-১ গোলে ড্র৷ আর গোলবিহীন ড্র করেছে ভোল্ফসবুর্গ এবং ভেরডার ব্রেমেন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ