1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা: আগামী মরশুমের প্রস্তুতি

৩১ মে ২০১৩

বুন্ডেসলিগার খেলা শেষ৷ রেলিগেশনে হফেনহাইম বেশ ভালোভাবেই কাইজার্সলাউটের্নকে হারিয়ে অন্তত ফার্স্ট ডিভিশনে থাকার অধিকারটুকু বাঁচাতে পেরেছে৷ ওদিকে জার্মানির রবিন ডুট ফুটবল ফেডারেশন ছেড়ে ব্রেমেনের কোচের দায়িত্ব নিয়েছেন৷

সফ্টওয়্যার জায়ান্ট এসএপি-র যুগ্ম-প্রতিষ্ঠাতা ডিটমার হপ প্রায় একক প্রচেষ্টায় – এবং অর্থানুকুল্যে – হফেনহাইমকে ধূমকেতুর মতো বুন্ডেসলিগার আকাশে তুলে দেন৷ ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে হফেনহাইম থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন, অর্থাৎ বুন্ডেসলিগায় উঠে আসে৷ উঠেই প্রথম মরশুমে সবাইকে তাক লাগিয়ে দেয়৷

আবার ধূমকেতুর মতোই হফেনহাইমের পতন ঘটতে চলেছিল৷ সদ্যসমাপ্ত মরশুমের শেষে হফেনহাইম যে রেলিগেশনে আসার সুযোগ পায়, সেটাই আশ্চর্য৷ এ যেন ফাঁসি হওয়ার আগের মুহূর্তে কোনোক্রমে মাথাটা ফাঁস থেকে ছাড়িয়ে নেওয়া৷ তারপর অবশ্য কাইজার্সলাউটের্নকে অ্যাগ্রেগেটে ৫-২ গোলে হারাতে হফেনহাইমের বিশেষ বেগ পেতে হয়নি৷

ব্রেমেনের কোচ হলেন রবিন ডুট

ব্রেমেনের কোচ হলেন রবিন ডুটছবি: picture-alliance/dpa

জার্মানি প্রবাসী বাঙালি মাত্রেই মুচকি না হেসে পারবেন না৷ কেননা রবিন ডুট-এর ডুট-টা হলো বাঙালি পদবি দত্ত, যেটা ইংরেজদের পাল্লায় পড়ে ডাট হয়েছিল৷ রবিন ডুটের বাবা বাঙালি৷ তিনি জার্মানিতে আসার পর সেই ডাট জার্মানদের পাল্লায় পড়ে হয় ডুট৷ এখন সেই গোলমেলে গোলকধাঁধাঁর জট ছাড়ানোর উপায় কিংবা প্রয়োজন নেই মনে করে বাঙালি, ইংরেজ, জার্মান, সকলেই ‘‘ডুট''-কেই মেনে নিয়েছেন৷

আসল কথা হলো, জার্মান ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডাইরেক্টর ডুট সে দায়িত্ব গ্রহণ করার মাত্র দশ মাস পরেই আবার কোচ হবার দুর্নিবার আকর্ষণ সামলাতে পারেননি৷ ডুট তো নামই করেন ফ্রাইবুর্গের কোচ হিসেবে৷ পরে বায়ার লেভারকুজেনে একটা সিজন তাঁর ভালো কাটেনি, সেটা মিশায়েল বালাকের সঙ্গে তাঁর বনেনি বলে৷ কাজেই ডুট এবার ভের্ডার ব্রেমেনের ওয়েবসাইটে লিখেছেন: ‘‘আবার কোচ হিসেবে বেঞ্চে বসতে পেয়ে আমি খুব খুশি৷''

বায়ার্নে যাচ্ছেন লেভানডোভস্কি

বায়ার্নে যাচ্ছেন লেভানডোভস্কিছবি: Reuters

এ মরশুমে ডর্টমুন্ডের সবচেয়ে চোখে পড়ার মতো খেলোয়াড় ছিলেন ২৪ বছর বয়সি রবার্ট লেভানডোভস্কি, যিনি বস্তুত পোল্যান্ডের জাতীয় খেলোয়াড়৷ তাঁর এজেন্ট সেজারি কুচার্স্কি ওয়ারশতে বলেছেন, লেভানডোভস্কি এবং তাঁর তরফ থেকে ব্যাপারটা পরিষ্কার, যদিও এখনও দুই ক্লাবের একমত হওয়া বাকি৷ চুক্তিও এ যাবৎ কিছু স্বাক্ষর হয়নি৷ তবে লেভানডোভস্কির বায়ার্ন যাত্রা ‘‘এক, দু' সপ্তাহের মধ্যেই'' নিশ্চিত হয়ে যাবে বলে কুচার্স্কির ধারণা৷

বায়ার্নের আরেকটা খবর হল, ফ্রঙ্ক রিবেরি নাকি বায়ার্নের সঙ্গে তাঁর চুক্তি ২০১৭ সাল অবধি বাড়াতে সম্মত হয়েছেন৷ ওদিকে মারিও গোয়েটৎসে এবং সম্ভবত রবার্ট লেভানডোভস্কিকে খোয়ানোর পর ডর্টমুন্ডও যে এক-আধটা নতুন প্লেয়ার আনছে না, এমন নয়৷ গ্রিসের জাতীয় দলের ডিফেন্ডার সোক্রাটিস পাপাস্টাথোপুলোস একটি পাঁচ বছরের চুক্তি নিয়ে ব্রেমেন থেকে আসছেন ডর্টমুন্ডে৷ ওদিকে শালকে আবার নিচ্ছে ডর্টমুন্ডের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে সান্তানাকে৷

বুন্ডেসলিগার, ইউরোপীয় ক্লাব ফুটবলের চাকা যথারীতি ঘুরে চলেছে৷

এসি/ডিজি (রয়টার্স, এপি, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ