1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা: আবার কট্টর প্রতিবাদ, রাজনৈতিক বার্তা

৫ অক্টোবর ২০২১

জার্মানির করোনা নীতির পরিবর্তনের অর্থ হচ্ছে কিছু স্টেডিয়াম আবার কানায় কানায় পূর্ণ হবে, এমনকি মাস্কও আর পরতে হবে না৷ যদিও কেউ কেউ এই বিষয়টির সমালোচনা করেছেন, তবে আশার কথা হচ্ছে মাঠে ফিরছেন দর্শকেরা৷

ছবি: Carmen Jaspersen/dpa/picture alliance

প্রায় ঊনিশ মাস অপেক্ষার পর জার্মানির দুই শীর্ষ ডিভিশনের খেলা চলাকালে মাঠ আবার দর্শকে পূর্ণ হতে শুরু করেছে৷

‘‘আমরা দীর্ঘসময় ধরে এই মুহূর্তের অপেক্ষা করছিলাম৷ ৫৭০ দিন পর আমরা আবার ভেসারস্টাডিয়নের ওস্টক্যুর্ভে ফিরতে পারবো হাইডেনহাইমের বিপক্ষে খেলার সময়,'' জানিয়েছে ভেরডার ব্রেমেনের কট্টরপন্থি সমর্থকগোষ্ঠী ইনফেমাস ইয়ুথ, কাইলারা এন্ড আল্ট্রা বয়েস ব্রেমেন৷

‘‘মাঠে আসার আগে অবশ্যই করোনা পরীক্ষা করে আসবেন৷ শুক্রবার দেখা হবে,'' লিখেছে গোষ্ঠীগুলো৷

শুধু ব্রেমেন একা নয়, স্টুটগার্ট, ম্যোনশেনগ্লাডবাখ এবং হামবুর্গের সেন্ট পাওলিসহ অনেক স্থানেই ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আবারো দেখা যাচ্ছে৷ গ্যালারিতে সমর্থকরা পতাকা ওড়াচ্ছেন, গোলের পেছনে ভক্তদের সমর্থন বাড়ছে, মাঠে উড়ছে উচ্ছ্বাসের রঙ্গিন কাগজের টুকরো৷ সবমিলিয়ে ফুটবল মাঠের সেই চিরচেনা, বর্ণিল চিত্র আবারো ফিরতে শুরু করেছে৷ 

তবে, বিভিন্ন ক্লাবের কট্টর সমর্থকগোষ্ঠীর মাঠে ফেরায় আরো একটি বিষয় ঘটছে৷ তাহচ্ছে, ফুটবল মাঠকে নানা মতামত আর রাজনৈতিক প্রতিবাদেরও কেন্দ্রে পরিনত করা৷

‘‘সবধরনের ইহুদবিদ্বেষের বিরুদ্ধে'' লেখা ব্যানার দেখা গেছে মাইন্স ০৫ এর কট্টরপন্থি সমর্থকদের স্টান্ডের সামনে৷ তারা এভাবে প্রতিবাদ জানিয়েছে মাকাবি হাইফার বিপক্ষে ইউনিয়ন বার্লিনের কনফারেন্স লিগের ম্যাচে ঘটে যাওয়া ইহুদিবিদ্বেষমূলক ঘটনার বিরুদ্ধে৷

শুধু ইহুদিবিদ্বেষের বিরোধিতাই নয়, করোনা ভ্যাকসিনের পক্ষে-বিপক্ষে নানা চিত্রও দেখা যায় সমর্থকদের স্লোগান ব্যানারে৷ জার্মানিসহ ইউরোপের ফুটবল মাঠে ভক্তদের রাজনৈতিক, সামাজিক বিষয়াদি নিয়ে কথা বলা স্বাভাবিক চিত্র৷ তবে সেটা যাতে মাত্রা না ছাড়ায় সেটাও নজর রাখতে হয় কর্তৃপক্ষকে৷

এআই/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ