1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা: ডর্টমুন্ডকে হারিয়ে বায়ার্ন এখন হফেনহাইমকে পেছনে ফেলার কথা ভাবছে

অরুণ শঙ্কর চৌধুরী৯ ফেব্রুয়ারি ২০০৯

রবিবার মিরোস্লাভ ক্লোজের শেষ মুহুর্ত্তের দুটি গোলে বায়ার্ন মিউনিখ বোরুসিয়া ডর্টমুন্ডকে হারালো ৩-১ গোলে, অর্থাৎ টপ ক্লাবগুলোর মধ্যে বায়ার্ন একাই সপ্তাহান্তে তিন পয়েন্ট সংগ্রহ করল৷

রবিবার গোল করার উল্লাসে মিরোস্লাভ ক্লোজেছবি: AP

খেলা শুরু হবার দু’মিনিটের মধ্যেই ডর্টমুন্ডের নেলসন ভাল্ডেজ প্রথম গোলটি করে বায়ার্নকে চমকে দেন৷ ২৪ মিনিটের মাথায় বায়ার্নের হয়ে সে গোলের জবাব দেন সে রবার্টো৷ তবে মিরোস্লাভ ক্লোজে গোড়া থেকেই বিপজ্জনক ছিলেন, এবং তাঁকে সামাল দিতে ডর্টমুন্ডের নেভেন সুবোটিচকে বেশ বেগ পেতে হয়েছে৷ যেমন ১৭ মিনিটের মাথায় ফ্রাঙ্ক রিবেরির পাসে ক্লোজের হেডিং-এ গোল হওয়াটা বাঁচে একমাত্র ডর্টমুন্ডের গোলকীপার রোমান ভাউডেনফেলারের কৃতিত্বে৷

ক্লোজের রেঞ্জ

খেলার দ্বিতীয়ার্ধে শৈলীর চেয়ে গুঁতোগুঁতিই বেশী ছিল, বিশেষ করে ক্লোজের হাঁটুর ওপর ডর্টমুন্ডের ডিফেন্ডার কেভিন বোয়াটেং-এর একটি অত্যন্ত রূঢ় আক্রমণ৷ মোদ্দা কথা, বায়ার্নের রিবেরি কিংবা লুকা টোনি ডর্টমুন্ডের ভাইডেনফেলারের নেটে বল ঢোকাতে পারেননি৷ কিন্তু ক্লোজে ছিলেন, তাই বাঁচোয়া৷ ৮৭ মিনিটের মাথায় ডর্টমুন্ডের ফেলিপে সান্টানার একটা বাজে ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে ক্লোজে ক্লোজ রেঞ্জে তাঁর প্রথম গোলটি করলেন, তারপর স্টপেজ টাইমে ফ্রাঙ্ক রিবেরির একটা নীচু ক্রস ট্যাপ করে ঢুকিয়ে দিলেন৷ বায়ার্ন জিতল ৩-১ গোলে৷

ক্লিন্সমানের স্বপ্নাদ্য

বায়ার্নের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান বলেছেন, তাঁর একটি ‘‘পেট থেকে নেওয়া’’ সিদ্ধান্তের কথা, যার ফলে বায়ার্ন জিতল৷ সেটি হল এই, যে তিনি ৭২ মিনিটের মাথায় ক্লোজে-কে নয়, লুকা টোনিকে বদলি করিয়েছেন৷ ক্লিন্সমান আর বলেছেন, যে এবার যতো তাড়াতাড়ি সম্ভব হফেনহাইমকে পিছনে ফেলতে হবে - যা কিনা এবারকার বুন্ডেসলিগার আসল বোঝাপড়া৷

রবিবারের দ্বিতীয় খেলাটিতেও সুখবর: এনার্গি কটবুস হ্যানোভারকে ঐ ৩-১ গোলেই হারিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ