1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা থেকে ছিটকে গেল হামবুর্গ

সঞ্জীব বর্মন১১ মে ২০০৯

শুধু বুন্ডেসলিগা নয় – হামবুর্গ ক্লাব একে একে অন্যান্য বেশ কিছু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া যোগ্যতা হারিয়েছে৷

হামবুর্গ ক্লাবের ভাগ্যটা ভাল যাচ্ছে নাছবি: AP

জার্মান ফুটবল লীগ ‘বুন্ডেসলিগা’র প্রথম ডিভিশনের চলতি মরশুম থেকে বিদায় নিতে হল হামবুর্গকে৷ প্রতিবেশী ভ্যার্ডার ব্রেমেনের কাছে ২-০ গোলে পরাজিত হল হামবুর্গ৷ অপর ম্যাচে ম্যোনশেনগ্লাডবাখ শালকে দলকে ১-০ গোলে পরাজিত করেছে৷

হামবুর্গের ভাগ্য ইদানীং মোটেই ভাল যাচ্ছে না৷ ইউরোপীয় পর্যায়ের ব্যর্থতার পর বুন্ডেসলিগায় এই বিপর্যয়ের ফলে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছে হামবুর্গ৷ কারণ শুধু কয়েকটি ম্যাচে পরাজয় নয় – ক্লাবের ব়্যাঙ্কিং যে অবস্থায় পৌঁছেছে, তার ফলে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করাই অত্যন্ত কঠিন হয়ে উঠছে ঐ দলের পক্ষে৷

অন্যদিকে ভ্যার্ডার ব্রেমেন তার ধারাবাহিক সাফল্য নিয়ে বেশ সন্তুষ্ট৷ দলের কোচ টোমাস শাফ দীর্ঘ ১০ বছরের ধরে ব্রেমেনের জন্য কাজ করে চলেছেন৷ তাঁর মতে, এই জয় তাঁর টিমের প্রাপ্য ছিল৷ তবে এত ভাল ফল তিনিও আসা করেন নি৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ