বায়ার্নের অগ্রগতি রোখে কে!
৩ ফেব্রুয়ারি ২০১৩ফুটবল কিংবা বুন্ডেসলিগার একটা মজা হল এই যে, ভালো দল হলেই যে জিতবে, এমন কোনো কথা নেই৷ আবার ভালো খেলছে বলেই যে জিতবে, তারও কোনো কথা নেই৷ সে হিসেবে ফুটবল খুবই গণতান্ত্রিক খেলা, আর বুন্ডেসলিগা তো বটেই - এক বায়ার্ন মিউনিখ'কে যদি হিসেবের মধ্যে না ধরা হয়৷
বুন্ডেসলিগার সবচেয়ে ধনী ক্লাব এই বায়ার্ন৷ সবচেয়ে বেশি বুন্ডেসলিগা খেতাব জিতেছে তারা৷ অতীত কি বর্তমানের জার্মান জাতীয় দলকে বায়ার্নের কিছু প্লেয়ার ছাড়া ভাবাই যায় না৷ ইউরোপীয় পর্যায়ে চ্যাম্পিয়নস লিগেও যদি কোনো জার্মান ক্লাব ছাপ রেখে থাকে, তবে তা এই বায়ার্ন৷
একটা মরশুম ফাঁকা যাবার পর - অর্থাৎ আদৌ কোনো খেতাব না জেতার পর - বায়ার্ন এবার যেন তাদের বুন্ডেসলিগা খেতাবের ওপর মৌরসি পাট্টার কথা স্মরণ করেছে৷ বুন্ডেসলিগা ক্লাবগুলোর মধ্যে প্রবীণতম কোচ ইয়ুপ হাইনকেস মরশুমের শেষেই যাচ্ছেন৷ তার আগে তাঁর কাজ হল, বায়ার্নকে আবার বুন্ডেসলিগার সিংহাসনে তুলে দেওয়া৷ হাইকেস-এর পর ইউরোপীয় পর্যায়ে বায়ার্ন যাতে আবার ভেলকি দেখাতে পারে, সেজন্য আনা হচ্ছে আর কাকে নয়, বার্সেলোনার সাবেক কোচ স্বনামধন্য পেপ গুয়ার্দিওলাকে৷ তিনি আগামী ছ'মাস চটপট কিছুটা জার্মান শিখে নিচ্ছেন৷
শনিবার মাইঞ্জের বিরুদ্ধে বায়ার্নের হয়ে দু'বার গোল করেছেন মারিও মাঞ্জুকিচ ও একবার থমাস ম্যুলার৷ তবে আসল চমক ছিল, বায়ার্ন জিতেছে আরিয়েন রবেন এবং মারিও গোমেজ-এর মতো তারকাদের বেঞ্চে বসিয়ে৷ ক্রোয়েশিয়ার খেলোয়াড় মাঞ্জুকিচ এখন বুন্ডেসলিগার বেস্ট স্কোরার৷ অন্যদিকে পয়েন্টের তালিকায় বায়ার্ন দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে৷
শনিবারের আসল চমক ছিল শালকে'র গ্রয়থার ফ্যুর্থ'এর কাছে হারা৷ দ্বিতীয় ডিভিশন থেকে সদ্য প্রথম ডিভিশনে ওঠা গ্রয়থার ফ্যুর্থ গোড়া থেকেই তলিয়ে যাওয়ার মুখে, পয়েন্টের তালিকায় সবার শেষে৷ তাদের স্ট্রাইকার নিকোলা জুর্জিচ প্রায় ৯২ মিনিটের মাথায় একটি চমৎকার গোল করে শালকের নিশ্চিত ড্র'টা মাটি করে দেন৷ অবশ্য পরে দেখা যায়, জুর্জিচ অফসাইডে দাঁড়িয়ে ছিলেন৷ অন্যদিকে শালকে জেতার সব চেষ্টাই করেছে, বিশেষ করে তাদের নতুন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মিলান বাস্টস'এর ডান এবং বাঁ পায়ের বুলেট শটের উপর নির্ভর করে৷ তার সঙ্গে ছিলেন হুন্টেলার এবং রাফায়েল৷
কিন্তু ফুটবলের বিধাতা মুখ ফিরিয়ে থাকলে শালকে আর কি করতে পারে৷ তিনি হয়তো শুধু গণতন্ত্রই নয়, সাম্যবাদেও বিশ্বাস করেন৷
এসি / এআই (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)