1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা: বায়ার্ন গ্লাডবাখে অকারণে ড্র করল

৭ নভেম্বর ২০১০

বলতে কি, ৩-২’এ হারতেই চলেছিল বায়ার্ন৷ ক্যাপ্টেন ফিলিপ লাম শেষ মুহূর্তে একটা পয়েন্ট বাঁচিয়ে দেন৷ তাবৎ চটেছেন বায়ার্ন কোচ লুই ফ্যান গাল৷ তাঁর আবার ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কাজিয়া চলেছে কিনা!

ফ্যান গালের ‘‘ওয়ান ম্যান শো’’-তে খুশী নন বায়ার্নের দুই হর্তাকর্তা, হোয়েনেস এবং রুমেনিগেছবি: AP

শনিবার মোয়েনশেনগ্লাডবাখে খেলাটা গোড়া থেকেই অন্যদিকে মোড় নেয়৷ গ্লাডবাখের প্যাট্রিক হের্মান একটা ক্রস করতে গিয়ে বলটা যেন নিজের অজান্তেই বায়ার্ন গোলকীপার ইয়র্গ বুটের মাথার ওপর দিয়ে নেটে ঝুলিয়ে দেন৷ বুটেরও আন্দাজের ভুল ছিল৷

যাই হোক, বায়ার্নের ফায়াপপাওয়ারের তো কোনো কমতি নেই - যদিও ফ্রাঙ্ক রিবেরি এবং আরিয়েন রবেন, দু'জনেই আহত৷ ১১ মিনিটের মাথায় মারিও গোমেজ স্কোর আবার ১-১'এ দাঁড় করিয়ে দেন৷ গোমেজের গোলন্দাজি এখন রবিন হুডের তীরন্দাজির মতো চলেছে: বায়ার্নের বিগত ছ'টা ম্যাচে আটটা গোল করেছেন গোমেজ৷ গত বুধবার চ্যাম্পিয়নস লীগের ম্যাচে বায়ার্নের হয়ে হ্যাটট্রিক করেছেন৷

হাতে রইল গোলপোস্ট

প্রথমার্ধে খেলা ছিল পুরোপুরি বায়ার্নের হাতে৷ প্রথমে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার এবং টোনি ক্রোস, দু'জনেই গোলপোস্টের ওপর চোট নেন৷ কিন্তু হাফটাইমের পাঁচ মিনিট বাকি থাকতে শোয়াইনস্টাইগার ডানিয়েল প্রানিচের একটি ক্রস স্রেফ গোড়ালি দিয়ে ঠেলে গোলে ঢুকিয়ে দেন৷ এর দু'মিনিট পরেই শোয়াইনস্টাইগার ব্যাপারটা পরিষ্কার করে দিতে পারতেন, কেননা গ্লাডবাখের সেবাস্টিয়ান শাখটেন বায়ার্নের হামিট আল্টিনটপকে পেনাল্টি এরিয়ায় ফাউল করার ফলে বায়ার্ন পেনাল্টি পায়৷ কিন্তু এবারও শোয়াইনি'র যতো চোটপাট ঐ গোলপোস্টের ওপর, এক একটা দিন যেমন হয়ে থাকে৷

ফ্যান গালের গোঁসা

দ্বিতীয়ার্ধ শুরু হবার পরে কি ঘটে, সে সম্পর্কে বায়ার্ন কোচ ফ্যান গাল বলেছেন: ‘‘আমরা একটা নিশ্চিৎ জয় মাত্র দশ মিনিটের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি৷'' ঘটনাটা এই: গ্লাডবাখ ৫৫ এবং ৬০ মিনিটের মাথায় পর পর দু'টো গোল করে পাশা উল্টে দেয়৷ কাজেই বায়ার্ন ক্যাপ্টেন ফিলিপ লাম, যিনি ২০০টি বুন্ডেসলিগা ম্যাচ খেলে সেযাবৎ মাত্র ছ'টি গোল করেছেন, তাঁকে সক্রিয় হতে হয়৷ শেষ বাঁশির ছ' মিনিট বাকি থাকতে লাম করেন বুন্ডেসলিগায় তাঁর সপ্তম গোল, এবং বায়ার্ন ৩-৩ গোলে ড্র করে৷

শনিবারের অন্যান্য খেলাগুলোর ফলাফল: ফ্রাঙ্কফুর্ট বনাম ভোলফসবুর্গ ৩-১; মাইঞ্জ বনাম ফ্রাইবুর্গ ০-১; নুরেমবার্গ বনাম কোলোন ৩-১ এবং হামবুর্গ বনাম হফেনহাইম ২-১৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ