1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা: শনিবারের খেলা

অরুণ শঙ্কর চৌধুরী৮ ফেব্রুয়ারি ২০০৯

৮৯ মিনিটের গোলে হফেনহাইমের মানরক্ষা৷ হামবুর্গ দু’ গোলে এগিয়ে থেকেও হারল৷ শালকের ভাগ্য ফিরছে৷ স্টুটগার্ট লেভারকুজেনকে ঠান্ডা করে দিল৷

গোল করে হফেনহাইমের ওয়েলিংটনের উল্লাস (মাঝে)ছবি: picture-alliance/dpa

বুন্ডেসলিগায় বর্তমানে পয়েন্টের তালিকার শীর্ষে হফেনহাইম৷ তাদের শনিবার মোয়েনশেন-গ্লাডবাখে বোরুসিয়ার বিরুদ্ধে প্রায় হার হতে চলেছিল আর কি! একে তো হফেনহাইমের টপ স্কোরার ভেদাদ ইবিসেভিচ আহত৷ এমনকি ৬২ মিনিটের মাথায় ইবিসেভিচের দোসর চিনেডু ওবাসিকে নামিয়েও কোনো ফল পাওয়া যায়নি৷ হাফটাইমের এক মিনিট আগে মোয়েনশেন-গ্লাডবাখের আলেক্সান্ডার বাউমইয়োহান হফেনহাইমের গোলকীপার ডানিয়েল হাস-এর মাথার উপর দিয়ে বলটা ভাসিয়ে দেন৷ তার পর দাঁত ভাঙা হফেনহাইমকে হয়তো হারতেই হতো, যদি না শেষ মুহুর্ত্তে তাদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ওয়েলিংটন বস্তুতঃ অফসাউডে থেকে ফিরতি গোলটা করতো৷ যাই হোক, হফেনহাইম এখনও ১৯টা খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে, কেননা শুক্রবার হের্থা বার্লিন আবার আর্মিনিয়া বিলেফেল্ডে অকারণে ১-১ ড্র করেছে৷

বাকি প্রতিদ্বন্দ্বীরা

তিন নম্বরে হামবুর্গ এস.ভি. কার্লসরুহে এস.সি.-তে দুই গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হারল৷ খেলার শেষে দু’পক্ষেরই মাঠে ১০ জন খেলোয়াড়, অর্থাৎ দু’দুটি লাল কার্ড৷

স্টুটগার্ট বায়ার লেভারকুজেনকে হারাল অবলীলাক্রমে, ৪-২ গোলে, তার মধ্যে মারিও গোমেজের দু’টি গোল৷ স্টুটগার্টের কোচ মার্কুস বাবেলের সোনার হাত অথবা কপাল: তাঁর আন্ডারে স্টুটগার্ট লীগের কোনো খেলায় হারেনি এবং এখন পয়েন্টের তালিকায় ছ’নম্বরে৷

সালকে গতকাল ভের্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে আবার কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে৷ তালিকায় তারা এখন নবম৷

আর দু’টি খেলায় ফ্রাঙ্কফুর্ট এবং কোলোনের ২-২ ড্র, এবং ভোল্ফসবুর্গের বোখুমের বিরুদ্ধে ২-০ গোলে জয়৷

রবিবারে খেলছে: ডর্টমুন্ড বায়ার্নে, এবং হানোভার কটবুসে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ