1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

১৭ আগস্ট ২০১২

আগামী শুক্রবার ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে বুন্ডেসলিগার নতুন মরসুম৷ এবার কিছু খেলোয়াড় পুরনো দল ছেড়ে নতুন দলে যোগ দিচ্ছেন৷ এছাড়া বাইরে থেকে আসা নতুন কয়েকজন ফুটবলারকেও দেখা যাবে এবারের বুন্ডেসলিগায়৷

[10776509] FUSSBALL FC Bayern Muenchen - 1. FC Nürnberg FUSSBALL FC Bayern Muenchen - 1. FC Nuernberg 2 : 1 (23.04.1994) Das "Phantomtor" von Thomas HELMER zum 1 : 0 fuer die Bayern
Bildergalerie 50 Jahre Bundesligaছবি: picture-alliance/Sven Simon

এঁদের মধ্যে সবচেয়ে আলোচিত মার্কো রয়েস৷ জার্মানির জাতীয় দলের এই ফুটবলার গত বুন্ডেসলিগার সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন৷ ২৩ বছর বয়েসি রয়েস ম্যোনশেনগ্লাডবাখ ছেড়ে এবার বর্তমান চ্যাম্পিয়ন দল ডর্টমুন্ডে যোগ দিচ্ছেন৷ ডর্টমুন্ডের জাপানি ফুটবলার শিনজি কাগাওয়া ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ায়, তাঁর স্থান পূরণে রয়েসকে পাঁচ বছরের চুক্তিতে দলে নেয়া হয়েছে৷

সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের জের্ডান শাকিরিকে গত ফেব্রুয়ারি মাসে চার বছরের জন্য দলে ভেড়ায় বায়ার্ন মিউনিখ৷ শাকিরিকে কেন ক্লাবে নেয়া হলো সেটা বায়ার্নের সমর্থকরা টের পায় পরে যখন চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় বাসেল বায়ার্নকে হারিয়ে দেয়৷ বাসেলের ঐ জয়ে ভূমিকা রাখেন শাকিরি৷

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপছবি: dapd

ক্রোয়েশিয়ার জাতীয় দলের খেলোয়াড় মারিও মান্দসুচিক এবার ইউরোতে দেশের পক্ষে তিন গোল করেছেন৷ গত মরসুমে তিনি খেলেন বুন্ডেসলিগা ক্লাব ভল্ফসবুর্গে৷ এবার খেলবেন বায়ার্ন মিউনিখের হয়ে৷ ইতিমধ্যে গত রবিবারের সুপারকাপের খেলায় বায়ার্নের হয়ে একটি গোল করেছেন৷

এছাড়া বায়ার্নে এবার আরও নতুন দুজন খেলোয়াড় যোগ দিচ্ছেন৷ তাঁরা হলেন ব্রাজিলিয়ান দান্তে ও পেরুর ক্লাউদিয়ো পিজারো৷ এঁদের মধ্যে পিজারো অবশ্য এর আগেও বায়ার্নের পক্ষে খেলেছেন৷

বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখে এবার থাকবেন নতুন তিন খেলোয়াড়৷ সুইস ক্লাব এফসি বাসেল থেকে যোগ দিচ্ছেন গ্রানিট ঝাকা৷ আর থাকছেন ডাচ ফুটবলার লুক ডে জঙ ও স্প্যানিশ আলভারো ডোমিনিগেজ৷

প্রতিবেদন: ডেভিড রাইশ / জেডএইচ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ