1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্দেসলিগার শীর্ষে বায়ার্ন মিউনিখ

১২ ডিসেম্বর ২০১১

বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় শীর্ষে এখন বায়ার্ন মিউনিখ৷ স্টুটগার্টে খেলতে গিয়ে তারা ২-১ গোলের জয় পায়৷ যদিও খেলা শুরুর ছয় মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল স্টুটগার্ট৷

বায়ার্ন মিউনিখের তারকারা...ছবি: dapd

পরবর্তীতে বায়ার্নের পক্ষে ১৩ মিনিটে গোল করে সমতা আনেন জার্মান জাতীয় দলের খেলোয়াড় মারিও গোমেস৷ এরপর ২৯ মিনিটের মাথায় স্টুটগার্টের ক্রিস্টিয়ান মলিনারো লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেলে বাকী সময়টা ১০ জনকে নিয়ে লড়তে হয় স্টুটগার্টকে৷ তবে গোলকিপার সোয়েন উলরাইশের কল্যাণে ৫৭ মিনিট পর্যন্ত বায়ার্নকে গোল পেতে দেয়নি স্টুটগার্ট৷ এসময় বায়ার্নের একের পর এক গোলের চেষ্টা প্রতিহত করেন উলরাইশ৷ তবে শেষরক্ষা হয়নি৷ বায়ার্নের পক্ষে দ্বিতীয় গোল করে বসেন গোমেস৷

খেলা শেষে স্বভাবতই বেশ আনন্দে ছিলেন বায়ার্নের কোচ ইয়ুপ হেইঙ্কেস৷ তবে স্টুটগার্টের কোচ ব্রুনো লাব্বাডিয়া তাঁর ছেলেদের প্রশংসা করেছেন৷ তিনি বলেন, প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে বায়ার্নের মতো দলের বিপক্ষে একজন খেলোয়াড় কম নিয়েও তাঁর ছেলেরা যা খেলেছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য৷

ছবি: dapd

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন বুরুশিয়া ডর্টমুন্ডের সময়টা যেন ভাল কাটছেনা৷ মাত্র কদিন আগেই নিজেদের মাঠে ফ্রান্সের অলিম্পিক মার্সেই দলের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে ডর্টমুন্ড৷ আর এবার নিজেদের মাঠেই নীচু সারির দল কাইজার্সলাউটার্নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা৷ তবে খেলায় প্রথমে গোল করেছিল ডর্টমুন্ড৷ এরপরও প্রাধান্য বিস্তার করে খেলেছিল তারা৷ কিন্তু ভাগ্য তাদের সহায় ছিলনা৷ কেননা প্রায় নিশ্চিত তিনটি গোল থেকে তারা বঞ্চিত হয় শুধুমাত্র গোলবারের কারণে৷ এর ফলে বায়ার্নের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে এখন দ্বিতীয় স্থানে ডর্টমুন্ড৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ