1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ

১১ অক্টোবর ২০১৯

শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

ছবি: Reuters/M. Ponir Hossain

একই সঙ্গে আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত ১৯ শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম জানিয়েছেন৷

শুক্রবার বিকালে বুয়েট মিলনায়তনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের শুরুতেই উপাচার্য এসব তথ্য জানান৷

উত্তাল বুয়েট

02:00

This browser does not support the video element.

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বুয়েট প্রশাসন চাইলে তাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে৷ বৃহস্পতিবার বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেছিলেন, ‘‘... অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এগুলো মেনে নেয়া যায়৷''

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর থেকে পাঁচ দিন ধরে উত্তাল বুয়েটে ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার বিকালে বৈঠকে বসেছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম৷

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইদুর রহমান, ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ ছাড়াও কয়েকজন ডিন এই বৈঠকে উপস্থিত আছেন৷

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ