বুরুসিয়া ডর্টমুন্ড
২০ আগস্ট ২০১০গত মৌসুমে অবশ্য বেশ ভালোই করেছে বুরুসিয়া ডর্টমুন্ড৷ বুন্ডেসলিগার টেবিলের পঞ্চম স্থানে ছিল তারা৷ এবারও বেশ ভালো করার আশায় বুন্ডেসলিগা শুরু করবে৷ তাদের প্রথম ম্যাচ বেয়ার লেভারকুজেনের বিরুদ্ধে৷ তবে তার আগে ইনজুরির খাড়ায় পড়েছে হলুদ জার্সিরা৷ দলের লেফট ব্যাক ডেডে টাখনুর ইনজুরির কারণে এই মুহুর্তে মাঠের বাইরে থাকবেন প্রায় একমাস৷
দলের বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ৷ তাই তারুণদীপ্ত দল নিয়েই এবার মাঠে নামবে বুরুসিয়া ডর্টমুন্ড৷ দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লোপের জন্য অবশ্য এবার কাজটা একটু কঠিন করে দিয়েছেন স্ট্রাইকার নেলসন হায়েদো ফালডেজ৷ কারণ দলে থাকছেন না তিনি এটা প্রায় নিশ্চিত৷ ফলে প্যারাগুয়ের স্ট্রাইকার লুকাস বারিওসের সঙ্গে তার জুটিটা এবার দেখা যাবে না৷
সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - রোমান ভাইডেনফেলার, রক্ষণভাগ - ডেডে (ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ মিস করবেন), নেভেন সাবোটিচ, মাটস হামেল্স, প্যাট্রিক ওয়োমোয়েলা, মধ্যমাঠ - শিনজি কাগাওয়া, সেবাস্টিয়ান কেল, রবার্ট লেবানডোভস্কি, নুরি সাহিন, ইয়াকুব ব্লাসকোভস্কি, আক্রমণভাগ - লুকাস বারিওস৷
সম্ভাব্য ফর্মেশন : ৪-৫-১
কোচ : ইয়ুর্গেন ক্লোপ
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ