1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুর্কিনির ওপর নিষেধাজ্ঞা স্থগিত

২৬ আগস্ট ২০১৬

মুসলিম নারীদের জন্য তৈরি সাঁতারের পোশাক ‘বুর্কিনি'-র ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফ্রান্সের আদালত৷ তবে সিসকোর মেয়র জানিয়েছেন, তিনি আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও তাঁর এলাকায় ঐ নিষেধাজ্ঞা বহাল রাখবেন৷

ছবি: picture-alliance/abaca

ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সই সবার আগে মুসলিম নারীদের সম্পূর্ণ মুখ-চোখ ঢাকা বোরকা নিষিদ্ধ করে৷ ২০১০ সালে আইন প্রণয়ন করেই এই নিষেধাজ্ঞার উদ্যোগ নেয়া হয়৷ সে বছরের অক্টোবরে আইন প্রণয়ন করা হয় আর আইনের প্রয়োগ শুরু হয় ২০১১ সালের এপ্রিল মাস থেকে৷ তারপর থেকে প্রকাশ্যে সম্পূর্ণ মুখ-চোখ ঢাকা কিংবা শুধু চোখ দেখানো বোরকা পরা বন্ধ করতে বেশ কঠোর অবস্থান নেয় ফরাসি প্রশাসন৷

Burkini creator on court decision

05:49

This browser does not support the video element.

সম্প্রতি মুখ দেখা যায় এমন পোশাক ‘বুর্কিনি' পরাও নিষিদ্ধ করা হয় ফ্রান্সের ভিলনভ-লুবে শহরে৷ এই নিষেধাজ্ঞার কয়েকদিনের মধ্যে উদার গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত ফ্রান্স আরো কয়েকটি শহর এবং সমুদ্র সৈকতেও এমন পোষাক পরা নিষিদ্ধ ঘোষণা করে৷

মুসলিম নারীদের জন্য অস্ট্রেলিয়ার এক ফ্যাশন ডিজাইনারের তৈরি এই সাঁতারের পোশাকের ওপর ফ্রান্সে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায়, বিশ্ব জুড়ে শুরু হয় বিতর্ক৷ এই নিষেধাজ্ঞাকে মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে অভিহিত করে নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের দাবি জানায় বিশ্বের অধিকাংশ মানবাধিকার সংস্থা৷ লন্ডন-বার্লিনসহ ইউরোপের বিভিন্ন শহরে নামে প্রতিবাদের মিছিল৷

এরপর শুক্রবার, ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত বুর্কিনির ওপর আরোপ করা নিষেধাজ্ঞাটি স্থগিত রাখার নির্দেশ দেয়৷ এক বিবৃতিতে আদালত বলে, এ নিষেধাজ্ঞা ভয়ংকরভাবে মানুষের (কোনো স্থানে) যাওয়া-আসার মৌলিক স্বাধীনতা, কিছু বিশ্বাস করার স্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘন করেছে৷

এভাবে সমালোচনা করে বুর্কিনির ওপর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিলেও নর্দান করর্সিকায় অবস্থিত সিসকোর মেয়র জানিয়েছেন, তিনি তাঁর অঞ্চলে বুর্কিনির ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখবেন৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

আপনি বুর্কিনি ওপর নিষেধাজ্ঞা জারির পক্ষে না বিপক্ষে? আপনার মন্তব্য লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ