1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্রেকিং
সমাজবুলগেরিয়া

বুলগেরিয়ায় বাসে আগুন, মৃত ৪৫

২৩ নভেম্বর ২০২১

মর্মান্তিক দুর্ঘটনা বুলগেরিয়ায়। চলন্ত বাসে আগুন ধরে যায়। মৃত ৪৫ যাত্রী।

বুলগেরিয়ায় দুর্ঘটনাগ্রস্ত বাস। ছবি: Stoyan Nenov/REUTERS

এই দুর্ঘটনাটি হয়েছে সোফিয়ার দক্ষিণে একটি সড়কে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সেফটি বিভাগের প্রধান নিকোলভ জানিয়েছেন, ৪৫ জন যাত্রী মারা গেছেন। তার মধ্যে বেশ কয়েকজন শিশু। প্রাথমিক রিপোর্ট হয়েছে, বাসে ১২টি শিশু ছিল। সাতজন যাত্রীকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে তারাও আহত। তাদের সোফিয়াতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিকোলভ জানিয়েছেন, রাত দুইটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

সোফিয়া এমার্জেন্সি হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, যে সাতজন যাত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তারা বাসের জানালা থেকে লাফিয়েছিলেন। তাদের আঘাত লেগেছে, তবে তারা এখন ভালো আছেন। 

সোফিয়ায় উত্তর ম্যাসিডোনিয়ার দূতাবাস জানিয়েছে, বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন তাদের দেশের। বাসের নম্বরপ্লেটও উত্তর ম্যাসিডোনিয়ার ছিল। প্রধানমন্ত্রী জনিয়েছেন, ''যেহেতু বাসটি উত্তর ম্যসাডোনিয়ার, তাই আমরা অনুমান করছি যে, বাসে যারা ছিলেন, তারা ম্যাসিডোনিয়ার।''

দুর্ঘটনাগ্রস্ত বাসের কাছে পুলিশের গাড়ি ও সাংবাদিকরা। ছবি: Stoyan Nenov/REUTERS

বাসটি সোমবার তুরস্ক থেকে যাত্রা শুরু করে। গভীর রাতে বাসটি বুলগেরিয়ায় ঢোকে।

জিএইচ/এসজি(রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ