1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুলিং ও যৌন হেনস্তা চিনতে সফটওয়্যার

১১ জানুয়ারি ২০২০

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)  প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে বুলিং এবং যৌন হেনস্তা সনাক্তে একটি সফটওয়্যার তৈরি করছে শিকাগোর এআই ফার্ম ‘নেক্সএলপি'৷

Frankreich Paris | Metoo Protest
ছবি: Getty Images/AFP/B. Guay

যেটির নাম দেওয়া হয়েছে #মি টু বোটস৷ এই সফটওয়্যারটি সহকর্মীদের মধ্যে কথোপকথনের উপর নজরদারি এবং বিপদ সংকেত দেখাতে পারবে৷

কম্পিউটারকে কোনটি হেনস্তা সেটি বোঝানো অত্যন্ত কঠিন কাজ৷ কারণ তিনি নিজেই ‘হেনস্তার সব ধরন' সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন নেক্সএলপির প্রধান নির্বাহী জাই লিব৷

তিনি বলেন, ‘‘আমার মনে হয় এটা শুধু অশ্লীল কথা বলা৷ কিন্তু বিষয়টা তা নয়, এটা আরো অনেক ভাবে হতে পারে৷ হতে পারে ১৫টি ম্যাসেজ পাঠিয়েছে.......বা হতে পারে অশালীন ছবি৷''

লন্ডনের ল ফার্মসহ বিশ্বের ৫০টির বেশি কর্পোরেট ফার্ম নেক্স এর নানা সফটওয়্যার ব্যবহার করে৷ যারা নেক্সএলপির কৃত্রিম বুদ্ধমত্তা সম্পন্ন নতুন ওই সফটওয়্যার পরীক্ষার ক্ষেত্র হতে পারে৷ কারণ, লন্ডনে প্রতি তিনজন নারী আইনজীবীর একজন যৌন হেনস্তার শিকার হন৷  

সফটওয়্যারটি গাণিতিক পরিভাষা ব্যবহার করে কম্পিউটার ডকুমেন্ট, ইমেইল বা চ্যাট পরীক্ষা করে বুলিং বা যৌন হেনস্তামূলক কিছু আছে কিনা তা সনাক্ত করবে৷ নানা ইন্ডিগেটর তথ্যগুলো যাচাই বাছাই করবে এবং কোনো সমস্যা আছে কিনা তা খুঁজবে৷ যদি সফটওয়্যার সন্দেহজনক কিছু খুঁজে পায় তবে বিপদ সংকেত দেবে এবং তদন্তের জন্য সেগুলো একজন আইনজীবী বা কোম্পানির মানব সম্পদ ব্যবস্থাপকের কাছে পাঠাবে৷

তবে ঠিক কোন ধরনের ইন্ডিগেটর বিপদ সংকেত হিসেবে লাল পতাকা দেখাবে তা গোপন রেখেছে নেক্সএলবি৷

প্রধান নির্বাহী লিব এ বিষয়ে কিছুটা ধারণা দিয়ে বলেন, সফটওয়্যারটি কথোপকথনে ব্যতিক্রমী শব্দ, কয়েক সপ্তাহ ধরে অনলাইন যোগাযোগের সময় বা কতবার করা হয়েছে ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নেবে৷

হার্ভার্ড ও এমআইটির লেকচারার অধ্যাপক ব্রিয়ান সুবিরানা আনলাইনে বুলিং ও যৌন হেনেস্তা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের এই পরিকল্পনা আশাপ্রদ বলে মনে করেন৷

তবে তিনে এও বলেন, ‘‘সফটওয়্যারটির সক্ষমতায় অনেক সীমাবদ্ধতা রয়েছে৷

‘‘কারণ, কোনো কোনো সময় এত সুক্ষ্মভাবে হেনস্তা করা হয় যে তার প্রমাণ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়৷ হার্ভাডে আমাদের ওই ধরনের হেনস্তা বুঝতে প্রশিক্ষন দেওয়া হয় এবং এজন্য এক ধরনের বিবেচনাশক্তি থাকা প্রয়োজন৷ কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো সেগুলো বুঝতে সক্ষম না৷'' 

এসএনএল/কেএম

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ