1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুস্টার ডোজ কারা পাচ্ছেন কবে থেকে!

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৪ ডিসেম্বর ২০২১

বাংলাদেশে চলতি মাসেই করোনার বুস্টার ডোজ দেয়া শুরু হবে৷ প্রথম পর্যায়ে এই বুস্টার ডোজ পাবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা৷ তবে গোপনে এরইমধ্যে কেউ কেউ বুস্টার ডোজ নিয়েছেন বলে শোনা যাচ্ছে৷

Bangladesch | Beginn der Covid-19 Impfungen bei Schülern
ছবি: Mortuza Rashed

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এরকম কিছু হলেও তা বিচ্ছিন্নভাবে হয়েছে৷
যাদের বয়স ৬০ বছরের বেশি তারা ছাড়াও সম্মুখ সারির করোনা যোদ্ধারাও এই বুস্টার ডোজ পাবেন বলে জানা গেছে৷
বাংলাদেশে এপর্যন্ত ছয় কোটি ৭১ লাখ ৩১ হাজার ৯৪০ জন নারী ও পুরুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন চার কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ৪৪৯ জন৷  তবে এর বাইরে এপর্যন্ত ১৪ লাখ ৬৬ হাজার ৪৭৫ জন শিক্ষার্থী প্রথম ডোজ পেয়েছেন৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন দুই লাখ ৬১ হাজার ৩৮৪ জন৷
সরকার মোট জনগোষ্ঠীর ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে চায়৷ এই হিসাবে ১২ কোটি ৮০ লাখ মানুষকে আগামী জুনের মধ্যে টিকা দেয়ার কথা৷ এর মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৫২ ভাগ মানুষ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন প্রায় ৩৫ শতাংশ৷ এখন টিকার মজুদ আছে চার কোটি৷
এই টিকা থেকেই বুস্টার ডোজ দেয়া হবে৷ ষাটোর্ধ্ব কতভাগ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন তার বিস্তারিত হিসাব স্বাস্থ্য অধিদপ্তর এখন তৈরি করছে ৷ দুই ডোজের পরই বুস্টার ডোজের প্রশ্ন আসবে৷ কিন্তু বুস্টার ডোজ দেয়া শুরু না হলেও এরইমধ্যে কেউ কেউ বুস্টার ডোজ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷  
টিকার সঙ্গে যুক্ত একজন চিকিৎসক দাবি করেছেন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বুস্টার ডোজ দেয়া শুরু না হলেও কেউ কেউ বুস্টার ডোজ নিয়েছেন৷ যদিও তার কোনো অফিসিয়াল প্রমাণ নেই৷

ডা. মীরজাদী সেব্রিনা

This browser does not support the audio element.

এটা কীভাবে সম্ভব জানতে চাইলে তিনি বলেন,"টিকার গড়ে শতকরা ১০ ভাগ বাতিল হিসেবে বিবেচনা করা হয়৷ সেভাবেই টিকার হিসাব করা হয়৷ যেমন ফাইজারের একটি ভায়েল-এ সাতটি টিকা থাকে৷ সেখানে ছয়টি হিসাব করা হয়৷ একটি টিকা ওয়েস্টেজ বিবেচনা করা হয়৷ কিন্ত আসলে এত ওয়েস্টেজ হয় না৷ আর থেকে গেলে সেই টিকা ফেরতও দিতে হয় না৷ এই থেকে যাওয়া টিকার একটি বড় অংশ এরইমধ্যে ব্যক্তিগত পর্যায়ে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হয়েছে৷ যদিও এর কোনো অফিসিয়াল ডকুমেন্ট নাই৷ আর অফিসিয়ালি বাংলাদেশে এখনো বুস্টার ডোজ শুরু হয়নি৷”
তিনি আরো জানান,"দেখা গেছে টিকা নেয়ার ছয়-সাত মাসের মধ্যে কারো কারো অ্যান্টিবডি নিল হয়ে গেছে৷  আমার পরিচিত ষাটোর্ধ্ব এক চিকিৎসক এই সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন৷ যেহেতু আমার কাছে টিকা ওয়েস্টেজ হিসেবে ছিলো আমি তাকে একটা বুস্টার ডোজ দিয়ে দিয়েছি৷”
তবে এই ধরনের ঘটনা  চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী এবং তাদের ঘনিষ্ঠ জনের মধ্যেই ঘটেছে৷ এর বাইরের লোক পায়নি৷ তিনি বলেন,"প্রথমে অনেকে ভয় পেয়েছেন,পরে ভয় কেটে গেছে৷ আর তাতে কারুর ক্ষতিও হয়নি৷ কারণ ওই টিকা হিসাবের বাইরে৷ আর এই ডোজের কোনো সার্টিফিকেটও নেই৷”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী মনে করেন,"সবার জন্য টিকা নিশ্চিত করার আগে বুস্টার ডোজ শুরু হলে এক ধরনের বৈষম্য সৃষ্টি হবে৷ তাই সবাইকে আগে টিকার আওতায় আনা প্রয়োজন ৷ টিকার সংকট না থাকলেও এখন টিকা দেয়ার ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে৷”
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বুস্টার ডোজ চলতি মাসে শুরুর কথা থাকলেও সরকারের মধ্যে দ্বিধা রয়েছে, বুস্টার ডোজ ফ্রি দেয়া হবে, না অর্থের বিনিময়ে দেয়া হবে ৷ ফ্রি দেয়া হলে সরকারের অনেক অর্থের প্রয়োজন হবে৷ কারণ শেষ পর্যন্ত সবাইকেই বুস্টার ডোজ দিতে হবে৷
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান," আমরা এখন বুস্টার ডোজ দেয়ার সার্বিক প্রস্তুতি নিচ্ছি৷ এই মাসেই শুরু করব তবে কবে থেকে তার তারিখ এখনো নির্ধারণ হয়নি৷”
তিনি জানান, ষাটোর্ধ জনগোষ্ঠীর ৬০ ভাগ এখন পর্যন্ত টিকা পেয়েছেন৷ তাদের মধ্যে যাদের দুই ডোজ নেয়ার পর ছয় মাস পার হয়েছে তারা বুস্টার ডোজ পাবেন৷ বাংলাদেশের সর্বশেষ আদম শুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার ৬.১ ভাগ ৬০ বছর বা তার বেশি বয়সী৷
শুরু হওয়ার আগেই বুস্টার ডোজ নেয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন,"এধরনের কিছু হয়ে থাকলে তা বিচ্ছিন্নভাবে হয়েছে৷ তবে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি৷ আমরা বিষয়টি কঠোরভাবে মনিটরিং করছি৷”
আর এই ঘটনাকে চরম অনৈতিক বলে অভিহিত করেছেন ডা. লেনিন চৌধুরী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ