মহামারি করোনার বুস্টার ডোজ নিতে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সারাদেশে যারা করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের কাছে খুব শিগগিরই এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন সাবরিনা ফ্লোরা৷ তিনি বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় এক্সিউটিভ গ্রীনটেক্স কারখানায় শ্রমিকদের করোনাভাইরাস টিকাদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা জানান৷
সাবরিনা বলেন, “বুস্টার দিতে টিকার কোনো সংকট দেখা দিবে না৷ দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে৷ শঙ্কিত হওয়ার কিছু নেই৷ গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে৷”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান,
৬০ বছরের ওপরে যাদের বয়স এবং করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন তারা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রথমে টিকা নেয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস৷
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস৷
কারাখানার তিন হাজার শ্রমিককে এস্ট্রাজেনেকার ১ম ডোজ টিকা দেওয়া হয় টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
ঢাকায় শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু
স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনার বায়োনটেক-ফাইজার টিকা দেয়া শুরু হয়েছে৷ সোমবার ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷
ছবি: Mortuza Rashed
এক কেন্দ্র দিয়ে শুরু
উদ্বোধনী দিনে শুধুমাত্র ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকা দেয়া হয়েছে৷ আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকার বাকি সাত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা৷ কেন্দ্রগুলো হচ্ছে হার্ডকো স্কুল, চিটাগাং গ্রামার স্কুল, সাউথ পয়েন্ট স্কুল, সাউথ ব্রিজ স্কুল, স্কলাস্টিকা স্কুল, ঢাকা কমার্স কলেজ এবং কাকলী স্কুল৷
ছবি: Mortuza Rashed
আগ্রহ সহকারেই টিকা নিচ্ছে শিক্ষার্থীরা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আনিকা আজাদ অর্চি বলেন, ‘‘টিকা নিতে পেরে আমাদের বেশ ভালো লাগছে৷ তেমন কোনো ভয় কাজ করছে না মনে৷ আমরা যারা আজকে এসেছি টিকা নিতে, সবাই নিজ আগ্রহেই এসেছি৷’’
ছবি: Mortuza Rashed
মার্চের মধ্যে শতভাগ মানুষকে টিকা দেওয়ার প্রত্যয়
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম উদ্বোধনী অনুষ্ঠানে জানান, ‘‘এখন পর্যন্ত দেশের ২৫ ভাগ মানুষ কমপক্ষে এক ডোজ টিকা পেয়েছেন৷ আমাদের লক্ষ্য মার্চের মধ্যে দেশের শতভাগ মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনা৷ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সেভাবেই কাজ করে চলেছি৷’’
ছবি: Mortuza Rashed
সন্তানদের ভালোর জন্যই এই টিকা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে এসেছেন মা পাঁপড়ি খান৷ তিনি টিকাদানের উদ্যেগের ব্যাপারে বলেন, ‘‘আমি মনে করি এটি অবশ্যই সরকারের একটি ভালো পদক্ষেপ৷ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু খোলা হচ্ছে, তাই টিকা দেওয়াটা আমাদের সন্তানদের জন্য অবশ্যই ভালো কিছু আনবে বলেই আমরা আশা রাখছি৷’’
ছবি: Mortuza Rashed
শুধু নিবন্ধনকৃতরাই টিকা পাবেন
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডাঃ শামসুল হক জানান, শুধুমাত্র সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনকৃত শিক্ষার্থীরাই টিকা নিতে পারবেন৷ মোবাইলে তারিখ এবং কেন্দ্র সংক্রান্ত এসএমএস প্রাপ্তি সাপেক্ষে টিকাকেন্দ্রে আসতে হবে৷
ছবি: Mortuza Rashed
সারাদেশে ২২ জেলায় প্রস্তুতি
ডাঃ শামসুল হক বলেন, আপাতত দেশের ২২টি জেলায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ পর্যায়ক্রমে সারাদেশেই এ কার্যক্রম পরিচালিত হবে৷ যেহেতু বায়োনটেক-ফাইজারের টিকা সংরক্ষণের জন্য বিশেষ ফ্রিজার মেশিন লাগে, তাই সেগুলো ব্যবস্থা করতে আমাদের কিছুটা সময় লাগবে৷
ছবি: Mortuza Rashed
দেওয়া হচ্ছে বায়োনটেক-ফাইজারের টিকা
শিক্ষার্থীদের বায়োনটেক-ফাইজারের টিকা দেওয়া হচ্ছে৷ বর্তমানে দেশে প্রায় ৭২ লাখ টিকা মজুদ আছে এবং নভেম্বরে আরও ৫০ লাখ ডোজ টিকা আসবে৷
ছবি: Mortuza Rashed
টিকা পরবর্তী পর্যবেক্ষণ ব্যবস্থা
টিকা নেওয়ার পর অসুস্থ অনুভব করলে সঙ্গে সঙ্গে চিকিৎসার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে৷ এজন্য কুর্মিটোলা হাসপাতাল, সোহরাওয়ার্দি হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রস্তুত রাখা হয়েছে৷
ছবি: Mortuza Rashed
যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা
কোভ্যাক্সের আওতায় টিকা প্রাপ্তির জন্য অনুষ্ঠানে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত আর মিলারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি৷ তারা বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সদিচ্ছা এবং আন্তরিকতা ছাড়া এ টিকা পাওয়া সহজ হতো না৷
ছবি: Mortuza Rashed
অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও টিকা নিতে পারবে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘‘ঢাকার কেন্দ্রগুলোতে প্রতিদিন টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে পাঁচ হাজার৷ সে হিসেবে আমরা আটটি কেন্দ্রে ৪০ হাজার ডোজ টিকা দিতে পারবো৷ কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা দিতে পারবেন৷’’