1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুয়েটের সংকট

৩০ জুলাই ২০১২

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষকরা গণ পদত্যাগের কর্মসূচি ৬ দিনের জন্য স্থগিত করেছেন৷ আজ তাঁদের গণ পদত্যাগের কথা ছিল৷ তবে এই সময়ে তাঁদের অবস্থান এবং প্রতীকী অনশন কর্মসূচি চলবে৷

Students and teachers of BUET demands resign of their VC. This student protest is continuing quite long time. So far, BUET administration have no response yet.
ছবি: DW

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের পদত্যাগের দাবিতে শিক্ষক-ছাত্র এবং কর্মচারীদের আন্দোলনে সাময়িক ছাড়ের পর, আজ সকাল থেকে আবার চাঙ্গা হয়ে ওঠে৷ সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর উদ্যোগের কারণে গত ২২শে জুলাই তাদের গণ পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করে৷ কথা ছিল, তাঁরা আজ গণ পদত্যাগ করবেন৷ সকাল থেকেই শুরু হয় অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি৷ সকালে শিক্ষক নেতারা জানান, আজকের মধ্যে বুয়েট'এর সমস্যার সমাধান না হলে আজকেই তাঁরা গণ পদত্যাগ করবেন৷ কিন্তু বিকেলে তাঁরা বৈঠক করে সরকারকে আরো ৬ দিন সময় দেন৷ বৈঠকের পর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান সংবাদ মাধ্যমকে জানান যে, তাঁরা ৫ই আগস্ট পর্যন্ত গণ পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন৷ ওই দিন সভা করে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন৷ তবে তাদের প্রতীকী অনশন চলবে৷

এদিকে পরিস্থিতি পার্যালোচনা করতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নহিদ সচিবালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, শিক্ষা সচিব এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন৷ বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান যে, তিনি বুয়েট'এর সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করছেন৷ তবে শিক্ষকরা যদি গণ পদত্যাগ করেন তাহলে সেটি তাঁদের বিষয়৷ এ নিয়ে তাঁর কিছু বলার নেই৷

দুর্নীতি, স্বজন প্রীতি ও অবৈধ নিয়োগের অভিযোগে উপাচার্য এবং উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে বুয়েট'এর শিক্ষরা প্রায় ৬ মাস ধরে আন্দোলন করে আসছেন৷ আন্দোলনের মুখে উপাচার্য গত ১০ই জুলাই বুয়েট বন্ধ করে দিলে পরিস্থিতির অবনতি হয়৷ এরই মধ্যে বুয়েট'এর বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগের চেয়ারম্যানসহ ২৫ জন শিক্ষক পদত্যাগ করেছেন৷ অন্যদিকে বুয়েট খুলে দেয়ার জন্য হাইকোর্টে করা রিটের শুনানি শেষ হয়েছে৷ আগামীকাল আদেশ দেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ