1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুয়েটে অবস্থান ধর্মঘট

১২ জুলাই ২০১২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের উপাচার্য এবং উপ-উপাচার্যকে অপসারণের দাবিতে ক্যাম্পাসে চলছে শিক্ষক-ছাত্র এবং কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি৷ তাঁরা জানিয়েছেন ওই দু’জনকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চলবে৷

ছবি: picture alliance/dpa

এদিকে, উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন৷ এরপর তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে বুয়েটের সর্বশেষ অবস্থা জানানো হয়েছে৷ প্রধানমন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি৷

উত্তাল ক্যাম্পাসে সব ধরণের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে৷

স্বজন প্রীতি, দুনীর্তি এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগে শিক্ষক সমিতি বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের পদত্যাগের দাবিতে আন্দোলন ও কর্মবিরতি করে আসছে কয়েকমাস ধরে৷ প্রধানমন্ত্রীর আশ্বাসে একমাস আগে শিক্ষকরা ক্লাসে ফিরে গিয়েছিলেন৷ কিন্তু গত একমাসেও তাদের দাবি পূরণ না হওয়ায় গত বুধবার থেকে শিক্ষকরা আবার কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচি শুরু করেন৷ আর তা সামাল দিতে উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম অনির্দিষ্টকালের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করেন৷ আর তাতেই ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে৷ শিক্ষকরা তাৎক্ষণিকভাবে অবস্থান কর্মসূচি শুরু করেন৷ তাদের সঙ্গে যোগ দেন ছাত্ররাও৷ আর আজ বৃহস্পতিবার থেকে এই আন্দোলনে যোগ দিয়েছেন বুয়েটের কর্মকর্তা কর্মচারীরা৷

আন্দোলনের অংশ হিসেবে পাঁচজন ডিন ও বিভাগীয় চেয়ারম্যানসহ ২৫ জন শিক্ষক পদত্যাগ করেছেন৷ বুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. মজিবুর রহমান জানিয়েছেন, উপাচার্য এবং উপ-উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন৷ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রস্তাব করেছে৷ কিন্তু ড. মজিবুর রহমান বলেন তাদের অপসারণ করেই তদন্ত করতে হবে৷

অন্যান্য শিক্ষকরাও উপাচার্য এবং উপ-উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগের কথা বলেন৷

এদিকে বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন তাঁর বিরুদ্ধে কোন অভিযোগই প্রমাণ হয়নি৷ তিনি কোনভাবেই পদত্যাগ করবেন না৷ সরকার তাঁকে দায়িত্ব দিয়েছে৷ তাই সরকার চাইলে তিনি পদত্যাগ করবেন৷ তিনি বলেন, শিক্ষকরা তাঁর পদত্যাগের দাবিতে যে পদত্যাগ করেছেন, সেটা লোক দেখানো৷

এদিকে গত কয়েকমাস ধরে উপাচার্য বিরোধী আন্দোলনের কারণে ক্লাস না হওয়া হতাশ হয়ে পড়েছেন ছাত্ররা৷ তারা দ্রুত এই অচলাবস্থার অবসান চান৷

বুয়েটে উপাচার্য এবং উপ-উপাচার্যের অনুসারী শিক্ষক-ছাত্রও আছেন৷ ফলে অবস্থান কর্মসূচিতে আতঙ্কও রয়েছে৷ ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ