1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুয়েট সংকট

১৪ জুলাই ২০১২

বুয়েটের শিক্ষক-ছাত্ররা উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন৷ তারা কাল রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি দেবেন৷ অন্যদিকে বুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্য এখনো পদত্যাগ না করতে অনড়৷

libro ingrandimento © cuntactor #7584002
ছবি: picture-alliance/dpa

বুয়েটের শিক্ষক-ছাত্র এবং কর্মচারীদের অবস্থান কর্মসূচির ৪র্থ দিনে তারা স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন৷ তাদের একটিই দাবী: বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম এবং উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণ করতে হবে৷ ছাত্ররা বললেন শিক্ষকদের দাবীর প্রতি তাদের সমর্থন রয়েছে৷

তারা ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন৷ শিক্ষক কর্মচারীরা জানান কাল রোববার তারা রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমানের কাছে স্মারক লিপি দেবেন৷

মৌন মিছিলের পর বুয়েটের শিক্ষক-ছাত্র এবং কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শপথ নেন৷ তারা বলেন উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন৷

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বলেন, কাল রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি দেয়ার পরও যদি উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণ করা না হয় তাহলে গণঅনশনসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷

আন্দোলনের কারণে বুয়েটের উপচার্য এখন সাধারণ শিক্ষক ও ছাত্রদের মুখোমুখি অবস্থান নিয়েছেন৷ তিনি বলেছেন আন্দোলন করে তাকে সরানো যাবে না৷

একই ধরনের কথা বলেছেন উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান ৷

গত ৪ মাস ধরে বুয়েটের শিক্ষকরা উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণের দাবীতে আন্দোলন করে আসছেন৷ একমাস আগে শিক্ষকরা প্রধানমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন৷ কিন্তু তাতেও সমাধান না হওয়ায় বুধবার থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়৷ আর ওইদিন থেকেই উপাচার্য বুয়েট বন্ধ ঘোষণা করেন৷ তাতে পরিস্থিতি আরো উত্তাল হয়ে ওঠে৷

সন্ধ্যায় কর্মকর্তা এবং কর্মচারীরা আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ