1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ‘বৃক্ষমানব'

২ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের খুলনার এক যুবকের খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে৷ তাঁকে বলা হচ্ছে ‘বৃক্ষমানব'৷ বিরল এক রোগের শিকার যুবকটির হাত এবং পায়ের কিছু অংশ বিকৃত হয়ে অনেকটা গাছের শেকড়ের মতো হয়ে গেছে৷

Abul Vajondar Tree Man Baummann Bangladesch Dhaka
ছবি: picture-alliance/dpa/S.Ramany

আবুল বাজানদারের বয়স তখন দশ৷ হঠাৎ একদিন তিনি আবিষ্কার করেন, তাঁর হাত ও পায়ে গাছের শেকড়ের মতো কিছু একটা গজাচ্ছে৷ শুরুর দিকে সেগুলো নিজেই কেটে ফেলার চেষ্টা করেন তিনি৷ কিন্তু তাতে খুব ব্যথা লাগতো৷ তাই সেগুলোর সঙ্গে মানিয়ে চলার সিদ্ধান্ত নেন তিনি৷

বার্তাসংস্থা এএফপিকে আবুল বলেন, ‘‘শুরুতে মনে করেছিলাম এগুলো ক্ষতিকর নয়৷ কিন্তু আস্তে আস্তে আমি আমার কাজ করার শক্তি হারিয়ে ফেলি৷''

গত চার বছরে পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে৷ এক সন্তানের জনক আবুল এক পর্যায়ে তাঁর রিকশাচালক পেশা ছেড়ে দিতে বাধ্য হন৷ বর্তমান বয়স ২৬৷ চিকিৎসার জন্য এখন তিনি আছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ তাঁর এই বিরল রোগ, যাকে বলে ‘এপিডার্মোডিসপ্লেশিয়া ভেরুকোফরমিস', তার চিকিৎসায় চিকিৎসকদের একটি বোর্ডও গঠন করা হয়েছে৷ বর্তমানে চলছে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা৷

চিকিৎসকদের লক্ষ্য হচ্ছে, তাঁর হাত-পায়ের যতটা সম্ভব ক্ষতি কম করে শেকড়ের মতো দেখতে অংশগুলো সরিয়ে ফেলা৷ হাসপাতালের পরিচালক ড. সামন্ত লাল সেন জানান, গোটা বিশ্বে এখন পর্যন্ত আবুলসহ তিনজন মানুষের এই রোগ হয়েছে যা বৃক্ষমানব রোগ হিসেবে পরিচিত৷ বাংলাদেশে এই প্রথম এরকম এক রোগীর সন্ধান পাওয়া গেল৷ এর আগে ২০০৮ সালে ইন্দোনেশিয়ায় এক বৃক্ষ মানবের শরীরে কয়েকবার অস্ত্রপচার করা হয়েছিল৷

আবুল বাজানদার যেখানেই যান, সেখানে মানুষের ভিড় জমে যায়, জানান বোন আধুরী বিবি৷ তিনি বলেন, গ্রামে তাঁকে দেখতে প্রতিদিন শত শত মানুষ আসত৷ এখন হাসপাতালেও প্রতিদিন অনেকে ভিড় করছে৷ দেশি, বিদেশি গণমাধ্যমে তাঁর ছবি প্রকাশ করা হচ্ছে৷

উল্লেখ্য, এর আগে ভারতে চিকিৎসার চেষ্টা করেন আবুল৷ কিন্তু চিকিৎসার খরচ অনেক বেশি হওয়ায় সেখানে অস্ত্রপচার করা হয়নি তাঁর৷ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল অবশ্য তাঁকে সেবা দিচ্ছে বিনা খরচায়৷ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও আবুলকে সহায়তার আশ্বাস দিয়েছে৷

এআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ