বিরল ‘বৃক্ষ মানব সিনড্রমে' আক্রান্ত বাংলাদেশি এক মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেলেন তার বাবা৷ তিনি দাবি করেছেন, চিকিৎসায় তাঁর মেয়ের কোনো উন্নতি হচ্ছে না৷ আর আর্থিক দূরাবস্থাও বাড়ছে৷ তাই চিকিৎসা আর না বাড়ানোর সিদ্ধান্ত তাঁর৷
বিজ্ঞাপন
সাহানা খাতুনের চিকিৎসা করা চিকিৎসকরা অবশ্য আশাবাদী ছিলেন৷ গতমাসে তার দেহে অস্ত্রপচার করে গাছের বাকলের মতো গজিয়ে ওঠা অংশগুলো অপসারণ করা হয়েছে৷ তাই চিকিৎসকরা চাচ্ছিলেন সাহানা আরো কয়েক সপ্তাহ অন্তত হাসপাতালে থাকুক৷
ধারণা করা হয়, সাহানা হচ্ছে বিশ্বের প্রথম মেয়ে যার শরীরে এই রোগ দেখা দিয়েছে৷ তার বাবা দিনমজুর মোহাম্মদ শাহাজাহান দাবি করেছেন, গতমাসে অপারেশনের পর সাহানার শরীরে আবার গাছের বাকলের মতো অংশগুলো গজিয়েছে৷ আর এবার আগের চেয়ে মোটা আর শক্তভাবে গজিয়েছে বলে তিনি আর চিকিৎসার ব্যাপারে আশাবাদী নন৷ বরং ভয়ে মেয়েকে নিয়ে হাসপাতাল ছাড়েন তিনি৷
শাহাজাহানের কথা হচ্ছে, চিকিৎসকরা আরো দশ বা বারোবার অপারেশন করার পর তাঁর মেয়ের অবস্থার উন্নতি হবে এমন কোনো নিশ্চয়তা নেই৷ তাই চিকিৎসা আর আগে বাড়াতে রাজি নন তিনি৷ তাছাড়া আর্থিক দূরাবস্থা চলছে তাঁর৷
ঢাকা মেডিক্যাল কলেজেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সামান্ত লাল সেন অবশ্য চেষ্টা করেছিলেন সাহানাকে হাসপাতালে রাখতে৷ তিনি জানান, চিকিৎসকরা চাচ্ছিলেন আরো কয়েক সপ্তাহ সাহানার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে৷ কিন্তু তার বাবা তাতে রাজি হননি৷
উল্লেখ্য, ইতোপূর্বে ‘বৃক্ষ মানব' সিনড্রমে আক্রান্ত রিকশা চালক আবুল বাজানদারকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে সক্ষম হন ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা৷ বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ এবং বিশ্বের মধ্যে একমাত্র ব্যক্তি যাকে চিকিৎসার মাধ্যমে বিরল এই রোগ থেকে মুক্ত করা গেছে বলেও মনে করা হয়৷
বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ থাকার উপায়
লবন কেন কম খাবেন কিংবা মাংসের পরিবর্তে সবজি খেতে হবে কেন? অথবা স্বামী-স্ত্রী দু’জনই চাকরি করলে তাঁরা সুস্থ থাকেন কেন? এরকমই কিছু প্রশ্নের উত্তর পাবেন ছবিঘরে৷
ছবি: Colourbox
চাকরিজীবীরা কি বেশি সুস্থ থাকেন?
যে পরিবারে স্বামী বা স্ত্রী’র মধ্যে একজন চাকরিজীবী হয়, তাহলে তিনি শারীরিক ও মানসিকভাবে অপেক্ষাকৃত বেশি অসুস্থ হন৷ ১৫ বছর আগে বিয়ে করা দম্পতিদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণা থেকে এই তথ্যটি জানা গেছে৷ আরো দেখা গেছে , যেসব পরিবারের দু’জনই চাকরিজীবি তাঁদের মধ্যে সম্পর্ক ও স্বাস্থ্য দু’টোই ভালো থাকে৷
ছবি: Bilderbox
ইতিবাচক চিন্তা সাফল্য আনে
‘ওজন অবশ্যই কমবে বা শারীরিক সমস্যা দূর হবে’ এমন ইতিবাচক মনোভাব নিয়ে যাঁরা ‘জিম’-এ যান, তাঁরা বেশি সফল হন৷ এই তথ্যটি প্রকাশ করা হয়েছে জার্নাল অফ দ্য বিহেভিয়োরেল মেডিসিনে আর এই বিষয়ের গবেষণাটি করেছে জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়৷
ছবি: Colourbox
শাক-সবজি খান, বেশিদিন সুস্থ থাকুন
মাংসের পরিবর্তে ডাল, মটরশুটি বা অন্যান্য সবজি খেলে বেশিদিন সুস্থ থাকা যায়৷ হারভার্ড বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে৷
ছবি: Colourbox
সকালের ভাইরাস বিপজ্জনক
সন্ধ্যার চেয়ে সকালে মানুষের শরীরে ভাইরাস তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের করা এক সমীক্ষা থেকে এ বিষয়টি বেরিয়ে এসেছে৷ কাজেই আপনি একই ঘরে বসেন এমন কারো সর্দি, কাশি বা ছোঁয়াচে কোনো অসুখ হলে, সকালের দিকে একটু বেশি সতর্ক থাকুন৷
ছবি: drubig-photo/Fotolia
নানা রোগের ঝুঁকি বাড়ায় লবন
অতিরিক্ত লবন উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়৷ তাছাড়া যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদের একেবারেই লবন খাওয়া উচিত নয়৷ ক্যানাডার গবেষকদের গবেষণালব্ধ এই তথ্যটি প্রকাশ পেয়ে দ্য ল্যান্সেট ম্যাগাজিনে৷ আর জার্মানির পুষ্টি সোসাইটি বলছে, একজন মনুষের জন্য দিনে ৬ গ্রাম লবনই যথেষ্ট৷