1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

‘বৃক্ষ মানবীকে' নিয়ে গেলেন বাবা

২৭ মার্চ ২০১৭

বিরল ‘বৃক্ষ মানব সিনড্রমে' আক্রান্ত বাংলাদেশি এক মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেলেন তার বাবা৷ তিনি দাবি করেছেন, চিকিৎসায় তাঁর মেয়ের কোনো উন্নতি হচ্ছে না৷ আর আর্থিক দূরাবস্থাও বাড়ছে৷ তাই চিকিৎসা আর না বাড়ানোর সিদ্ধান্ত তাঁর৷

ছবি: Getty Images/AFP/Str

সাহানা খাতুনের চিকিৎসা করা চিকিৎসকরা অবশ্য আশাবাদী ছিলেন৷ গতমাসে তার দেহে অস্ত্রপচার করে গাছের বাকলের মতো গজিয়ে ওঠা অংশগুলো অপসারণ করা হয়েছে৷ তাই চিকিৎসকরা চাচ্ছিলেন সাহানা আরো কয়েক সপ্তাহ অন্তত হাসপাতালে থাকুক৷

ধারণা করা হয়, সাহানা হচ্ছে বিশ্বের প্রথম মেয়ে যার শরীরে এই রোগ দেখা দিয়েছে৷ তার বাবা দিনমজুর মোহাম্মদ শাহাজাহান দাবি করেছেন, গতমাসে অপারেশনের পর সাহানার শরীরে আবার গাছের বাকলের মতো অংশগুলো গজিয়েছে৷ আর এবার আগের চেয়ে মোটা আর শক্তভাবে গজিয়েছে বলে তিনি আর চিকিৎসার ব্যাপারে আশাবাদী নন৷ বরং ভয়ে মেয়েকে নিয়ে হাসপাতাল ছাড়েন তিনি৷

শাহাজাহানের কথা হচ্ছে, চিকিৎসকরা আরো দশ বা বারোবার অপারেশন করার পর তাঁর মেয়ের অবস্থার উন্নতি হবে এমন কোনো নিশ্চয়তা নেই৷ তাই চিকিৎসা আর আগে বাড়াতে রাজি নন তিনি৷ তাছাড়া আর্থিক দূরাবস্থা চলছে তাঁর৷ 

ঢাকা মেডিক্যাল কলেজেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সামান্ত লাল সেন অবশ্য চেষ্টা করেছিলেন সাহানাকে হাসপাতালে রাখতে৷ তিনি জানান, চিকিৎসকরা চাচ্ছিলেন আরো কয়েক সপ্তাহ সাহানার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে৷ কিন্তু তার বাবা তাতে রাজি হননি৷

উল্লেখ্য, ইতোপূর্বে ‘বৃক্ষ মানব' সিনড্রমে আক্রান্ত রিকশা চালক আবুল বাজানদারকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে সক্ষম হন ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা৷ বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ এবং বিশ্বের মধ্যে একমাত্র ব্যক্তি যাকে চিকিৎসার মাধ্যমে বিরল এই রোগ থেকে মুক্ত করা গেছে বলেও মনে করা হয়৷

এআই/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ