1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃদ্ধাকে সাহায্য করলো ছোট্ট বালক

১২ জুন ২০১৮

অ্যামেরিকার ভার্জিনিয়ায় আট বছরের এক বালক একজন অপরিচিত বৃদ্ধাকে ধরে সিঁড়ি ভাঙতে সাহায্য করছে – এ রকম একটি ভিডিও ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

Bergkarabach Fotoreportage eine alte Frau im Flüchtlingslager Alashan
ছবি: picture-alliance/NurPhoto/C. Arce

৩ জুন ইউটিউবে এ সাহায্য করার ভিডিওটি দেখেছেন ১ লাখ দুই হাজার ৭৫৪ জন৷ আর লাইক পরেছে প্রায় সাড়ে ৪ হাজার৷ আর ফেইসবুকে নানা পেইজে এটি শেয়ার হওয়ার পর এর ভিউ ২ কোটির কাছাকাছি হয়েছে৷ ফেসবুকে হিউম্যানকাইন্ড নামের একটি ভেরিফায়েড পেইজে এই ভিডিওটির ভিউ হয়েছে ৬০ লাখের ওপর৷ এবিসির ফেসবুক পেইজে এ ভিডিওটি দেখেছেন এক কোটির বেশি লোক৷ দুই লাখ ৩৫ হাজার বার শেয়ার হয়েছে কেবল তাদের পেজ থেকেই৷ সিবিসির ফেসবুক পেজে ভিডিওটি ভিউ হয়েছে প্রায় ৭০ লাখ বার৷     

ভিডিওতে দেখা গেছে, অ্যামেরিকার ভার্জিনিয়ায় মরিস অ্যাডামস জুনিয়র মায়ের সাথে গাড়ি করে বাড়ি ফিরছিল৷ তখনই সে ওই বৃদ্ধাকে সিঁড়িতে উঠতে দেখে৷ এরপর সে গাড়ি থামিয়ে নেমে ওই বৃদ্ধাকে সাহায্য করে৷ বৃদ্ধা ছোট ছেলেটির এই সাহায্য প্রবণতা দেখে তার মাকে বলেছে- মরিস সাধারণ কোনো ছেলে নয়৷

এইচআই/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ