বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড৷ বৃষ্টির কারণে খেলা থেমে যাওয়ার আগ পর্যন্ত ৪৬.১ ওভারে পাঁচ উইকেটে ২১১ রান করেছেন কিউইরা৷
বিজ্ঞাপন
খেলা হচ্ছে ম্যানচেস্টারের ৷ সেখানে এর আগে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত করেছিল ৩৩৬ রান৷ আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া করেছিল ৩৯৭ রান৷ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩২৫ রান৷ অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য স্বর্গ হচ্ছে এই মাঠ৷
তবে মঙ্গলবার টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউইদের চাপে রাখেন ভারতীয় বোলাররা৷ ফলে চলতি বিশ্বকাপের একটি লজ্জাজনক রেকর্ড করে ফেলে নিউজিল্যান্ড৷ প্রথম দশ ওভারে এক উইকেটে মাত্র ২৭ রান তুলতে সমর্থ হন কিউইরা৷ ফলে প্রথম দশ ওভারে সবচেয়ে কম রান তোলা দল এখন নিউজিল্যান্ড৷ এর আগের রেকর্ডটি ছিল ভারতের৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের সংগ্রহ ছিল মাত্র ২৮৷
নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ১৪ বলে মাত্র এক রান করে বুমরার বলে আউট হয়ে যান৷ এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬৭ ও রস টেলরের অপরাজিত ৬৭ রানের সুবাদে ৪৬.১ ওভারে কিউইদের সংগ্রহ দুশ' পেরিয়েছে৷
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে যাদের দিকে চোখ
বিশ্বকাপ শেষের পথে৷ শুরু হচ্ছে সেমিফাইনাল৷ সবার দৃষ্টি এখন ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালের দিকে৷ কারা আলো ছড়াবেন এই ম্যাচে ? গ্রুপ পর্বের সফলদের কাছেই প্রত্যাশাটা বেশি৷
ছবি: Getty Images/C. Mason
সেরা ফর্মের রোহিত শর্মা
ভারতের এই ওপেনার প্রায় একাই টেনে নিচ্ছেন গোটা দলকে৷ আট ম্যাচে পাঁচ সেঞ্চুরিসহ ৯২. ৪২ গড়ে ৬৬৭ রান করেছেন তিনি৷ ২০১৫ বিশ্বকাপে চার সেঞ্চুরি করে এক আসরে সবেচয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা৷ সেই রেকর্ড ভেঙে এখন টেন্ডুলকারের এক আসরে সবচেয়ে বেশি রান মানে ৬৭৩ রানের রেকর্ড ভাঙার পথে রোহিত শর্মা৷ সেমিফাইনালে তাঁর দিকে নজর তো রাখতেই হবে!
ছবি: Getty Images/D. Sarkar
নিউজিল্যান্ডের বড় ভরসা উইলিয়ামসন
এবারের আসরে হাতে গোনা যে ক’জন অধিনায়ক নিজের দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, কেন উইলিয়ামসন তাঁদের একজন৷ আট ম্যাচে দুই সেঞ্চুরি ও এক ফিফটিসহ ৯৬.২০ গড়ে ৪৮১ রান নিয়ে দলের সবচেয়ে সফল ব্যাটসম্যানও তিনি৷
ছবি: picture-alliance/dpa/empics/PA Wire/T. Goode
‘আসল’ কোহলিকে দেখা যাবে?
ভারতের অনেক জয়ের নায়ক তিনি৷ কিন্তু বিশ্বকাপে ঠিক সেই ভূমিকায় এখনো দেখা যায়নি তাঁকে৷ রোহিত শর্মার কাছে একেবারে ম্লান মনে হচ্ছে৷ পাঁচ সেঞ্চুরি আর ৬৬৭ রান নিয়ে রোহিত যেখানে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে, পাঁচ ফিফটিসহ ৬৩ দশমিক ১৪ গড়ে ৪৪২ রান করে কোহলি সেখানে নয় নাম্বারে৷ ভক্তদের আশা— বড় আসরের মড় ম্যাচে নিজের আসল রূপটা দেখাবেন বিরাট কোহলি৷
ছবি: Getty Images/A. Davidson
কেএল রাহুল: নির্ভরতার অপর নাম
প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা আর পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোয় গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠতে তেমন কোনো সমস্যা হয়নি ভারতের৷ তা হতে পারতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা শিখর ধাওয়ানের বিশ্বকাপ ইনজুরির জন্য শেষ হওয়ার পর তাঁর কোনো বিকল্প খুঁজে না পেলে৷ কেএল রাহুলকে পেয়ে দুশ্চিন্তা দূর৷ আট ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিসহ ৫১.৪২ গড়ে ৩৬০ রান করে ওপেনিংয়ে রোহিতের যোগ্য সাথী হয়ে উঠেছেন তিনি৷
ছবি: Getty Images/A. Davidson
অভিজ্ঞ রস টেলর
আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর কেটে গেছে তাঁর৷ এখনো মাঝে মাঝে দলের বিপদে কাণ্ডারির ভূমিকায় দেখা যায় তাঁকে৷ এখনো ব্যাট খুব একটা হাসেনি৷ তাই আট ম্যাচে দুই ফিফটিসহ ৩৭.২৮ গড়ে ২৬১ রান করে সফল ব্যাটসম্যানদের তালিকায় নবম স্থানে আছেন তিনি৷ সেমিফাইনালে নামের প্রতি যথাযথ সুবিচার করতে পারলে অবশ্য অনেক অতৃপ্তিই মুছে যাবে৷
ছবি: Getty Images/P. Ellis
ক্যাপ্টেন কুল ‘ধোনি’
২০১১ বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্যাটিং মনে থাকবে সবার৷ সেদিনের ম্যাচজয়ী ভারতের সাবেক অধিনায়ক আরেকটি ফাইনাল থেকে মাত্র এক ম্যাচ দূরে৷ ব্যাটিংয়ে তিনি নিজের অতীতের ছায়া৷ আট ম্যাচে ২২৩ রান করেছেন ঠিকই, কিন্তু আগ্রাসী ব্যাটিংয়ের ছিঁটেফোঁটাও দেখা যায়নি৷ অধিনায়কত্বে তাঁর পরামর্শের ওপর সবসময়ই নির্ভরশীল বিরাট কোহলি৷সেমিফাইনালে যে তাঁর ব্যাটের দিকে একটু বেশি আশা নিয়ে সবাই তাকিয়ে থাকবে তাতে আর সন্দেহ কী!
ছবি: Getty Images/AFP/D. Sarkar
অলরাউন্ডার জেমস নিশাম
নিশাম না থাকলে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠা হতো কিনা সন্দেহ৷ আট ম্যাচের ছয় ইনিংসে ৪০.২০ গড়ে ২০১ রান করেছেন তিনি৷ বল হাতে ১৮.১৮ গড়ে নিয়েছেন ১১ উইকেট৷ এমন প্রতিপক্ষকে কি কেউ উপেক্ষা করতে পারে?
ছবি: Getty Images/A. Davidson
ত্রাস ছড়াতে পারেন লকি ফার্গুসন
সাত ম্যাচে ১৮.৫৮ গড়ে ১৭ উইকেট— এই পরিসংখ্যান হয়ত ঠিক বলতে পারছে না বল হাতে ফার্গুসন গতির ঝড় শুরু হলে ব্যাটসম্যানদের কী অবস্থা হয়৷ মঙ্গলবার প্রথম সেমিফাইনাল দেখলে তা আবার বোঝা যাবে৷
ছবি: Reuters/Action Images/A. Boyers
বুমরাহ: বোলিংয়ে ভারতের প্রাণভোমরা
ডানহাতি এই ফাস্টবোলারের বোলিংয়ে বৈচিত্র্যের শেষ নেই৷ গতি বাড়ানো-কমানো, সুইং, দুর্দান্ত ইয়র্কার্, এমনকি গতির ওপর অফস্পিন করেও ব্যাটসম্যানদের বোকা বানান তিনি৷ প্রতি ম্যাচে বেশি উইকেট হয়ত পান না, কিন্তু রান আটকে অন্য প্রান্তের বোলারদের ওপর চড়াও হতে বাধ্য করেন ব্যাটসম্যানদের৷ আট ম্যাচে ১৯.৫২ গড়ে ১৭ উইকেট নিয়ে চতুর্থ স্থানে থাকলেও ভারতীয় দলে জসপ্রিত বুমরাহর কদর অন্যরকম৷
ছবি: Getty Images/A. Davidson
অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট
নয় ম্যাচে ২৪.৬৬ গড়ে ১৫ উইকেট নিয়েছেন তিনি৷ সেরা বোলিং ৪/৩০৷ ভারতের বিপক্ষে আরো বড় কিছুরই প্রত্যাশা সমর্থকদের৷
ছবি: Getty Images/D. Rogers
এবং মোহাম্মদ শামি
এতদিন যাঁরা কিছুই করতে পারেননি, তাঁদের অনেকেই অবাক করে দিতে পারেন সেমিফাইনালে৷ তাঁদের জন্য বড় অনুপ্রেরণা হতে পারেন মোহাম্মদ শামি৷ ভারতের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শামি৷ এরই মাঝে ১৩.৭৮ গড়ে নিয়েছেন ১৪ উইকেট৷ সেরা বোলিং ৫/৬৯৷
ছবি: Getty Images/C. Mason
11 ছবি1 | 11
এরপর বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হয়ে গেছে৷
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি থামেনি৷ আয়োজকেরা বলছেন, বৃষ্টি থামলেও নিউজিল্যান্ডের হয়ত আর ব্যাট করতে নামা হবে না৷ সেক্ষেত্রে ভারতের লক্ষ্য ৪৬ ওভারে ২৩৭ রান৷
আর যদি ভারত ২০ ওভার খেলতে পারে তাহলে লক্ষ্য হবে ১৪৮ রান৷
তবে আজ আর খেলা সম্ভব না হলে কাল বুধবার ম্যাচটি হবে৷ তবে আজ যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকেই কাল ম্যাচটি শুরু হবে৷ অর্থাৎ নতুন করে ম্যাচ শুরু হবে না৷