1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃষ্টিতে থেমে আছে প্রথম সেমিফাইনাল

৯ জুলাই ২০১৯

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড৷ বৃষ্টির কারণে খেলা থেমে যাওয়ার আগ পর্যন্ত ৪৬.১ ওভারে পাঁচ উইকেটে ২১১ রান করেছেন কিউইরা৷

ICC Cricket World Cup 2019 | Indien vs Afghanistan
ছবি: Getty Images/A. Davidson

খেলা হচ্ছে ম্যানচেস্টারের ৷ সেখানে এর আগে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত করেছিল ৩৩৬ রান৷ আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া করেছিল ৩৯৭ রান৷ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩২৫ রান৷ অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য স্বর্গ হচ্ছে এই মাঠ৷

তবে মঙ্গলবার টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউইদের চাপে রাখেন ভারতীয় বোলাররা৷ ফলে চলতি বিশ্বকাপের একটি লজ্জাজনক রেকর্ড করে ফেলে নিউজিল্যান্ড৷ প্রথম দশ ওভারে এক উইকেটে মাত্র ২৭ রান তুলতে সমর্থ হন কিউইরা৷ ফলে প্রথম দশ ওভারে সবচেয়ে কম রান তোলা দল এখন নিউজিল্যান্ড৷ এর আগের রেকর্ডটি ছিল ভারতের৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের সংগ্রহ ছিল মাত্র ২৮৷

নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ১৪ বলে মাত্র এক রান করে বুমরার বলে আউট হয়ে যান৷ এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬৭ ও রস টেলরের অপরাজিত ৬৭ রানের সুবাদে ৪৬.১ ওভারে কিউইদের সংগ্রহ দুশ' পেরিয়েছে৷

এরপর বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হয়ে গেছে৷

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি থামেনি৷ আয়োজকেরা বলছেন, বৃষ্টি থামলেও নিউজিল্যান্ডের হয়ত আর ব্যাট করতে নামা হবে না৷ সেক্ষেত্রে ভারতের লক্ষ্য  ৪৬ ওভারে ২৩৭ রান৷

আর যদি ভারত ২০ ওভার খেলতে পারে তাহলে লক্ষ্য হবে ১৪৮ রান৷

তবে আজ আর খেলা সম্ভব না হলে কাল বুধবার ম্যাচটি হবে৷ তবে আজ যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকেই কাল ম্যাচটি শুরু হবে৷ অর্থাৎ নতুন করে ম্যাচ শুরু হবে না৷

জেডএইচ/কেএম (ইএসপিএনক্রিকইনফো, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ