1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃষ্টি চাই ভারতের, নইলে সর্বনাশ

২৭ এপ্রিল ২০১৩

আসছে বর্ষা কাল৷ ভারতের জন্য এবার কি বার্তা নিয়ে আসবে? প্রবৃদ্ধির পথে এগিয়ে চলা? নাকি খরায় কোটি মানুষের দুর্বিষহ জীবনযুদ্ধ? আশা আর আশঙ্কার দোলাচলেই এখন ভারত৷

ছবি: Corbis

গত বছর মোটামুটি ভালো বৃষ্টি হলেও কোথাও কোথাও অনাবৃষ্টির ফলে তীব্র সংকটও দেখা দেয় ১২০ কোটি মানুষের এই দেশে৷ গ্রামাঞ্চল ছেড়ে কৃষকেরা দলে দলে চলে যেতে বাধ্য হন পার্শবর্তী শহরে৷ মুম্বই বা এরকম বড় শহরগুলোতেই চাপটা পড়ে বেশি৷ খরা হলে ক্ষেতে ফসল ফলানো যায়না, ফসল না ফললে নিজেদের খাদ্য জোটেনা, তৃষ্ণা মেটানোর জন্য সামান্য পানি পাওয়ারও উপায় নেই, শহরে না গিয়ে তাঁরা করবেন কী!

এ বছরও দেখা দিতে পারে একই অবস্থা৷ আর যদি খরা হয়, তাহলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ২ ভাগ কমে যেতে পারে৷ ‘২' সংখ্যাটি ছোট হলেও এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশে তার প্রভাবটা পড়বে ব্যাপক৷ এ বছরের চার মাস শেষ হতে চলল৷ অথচ এখনো দেশের অনেক অঞ্চলই গত বছরের প্রয়োজনের তুলনায় কম বৃষ্টির ক্ষতি ঝেড়ে ফেলতে পারেনি৷ ব্যবসা-বাণিজ্য, শহরাঞ্চলের জনজীবন – সব ক্ষেত্রেই পড়ে অনাবৃষ্টির প্রভাব৷

খরা হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ ভাগ কমে যেতে পারেছবি: AP

মহারাষ্ট্রের রঘুবীর মোটরসের ম্যানেজার কমলকান্ত দেশমুখ৷ আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করতে হয় তাঁকেও৷ গত বছর থেকে সেই যে হিরো হন্ডা বিক্রি কমেছে, তা বাড়ার আর লক্ষণই নেই৷ তবে জুন এগিয়ে আসছে বলেই উপার্জন একটু বাড়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে৷ জুন থেকে সেপ্টেম্বর – এ সময়টা তাঁর জন্য খুব গুরুত্বপূর্ণ৷ তখন ভালো বৃষ্টি হলে কৃষিজীবীদের হাতে দুটো বাড়তি টাকা আসবে, তাঁদের কেউ কেউ আসবেন আবার রঘুবীর মোটরসে, হিরো হন্ডা কিনতে – এ আশাতেই বুক বেঁধেছেন কমলকান্ত৷

এ তো গেল মানুষের ভোগান্তির কথা৷ ভারতে কৃষি কাজ এবং কৃষিজীবীদের জীবনের সঙ্গে আদিকাল থেকেই জড়িয়ে আছে গরু৷ কিছু কিছু রাজ্যে গরুর বেঁচে থাকাও অসম্ভব করে তোলে অনাবৃষ্টি৷ বৃষ্টি না হলে ধান, গমের মতো যেসব খাদ্যশস্য থেকে তাদেরও খাবার আসে, সেই ফসল ফলেনা৷ সেরকম হলে গরুই বা বাঁচে কী করে! যেসব রাজ্যে সবচেয়ে বেশি আখের ফলন হয় মহারাষ্ট্র সেগুলোর একটি৷ গত বছর বৃষ্টি না হওয়ায় আয়-উপার্জন কমে যাওয়ায় শত শত মানুষ ছুটে গেছেন মুম্বইয়ে৷ যাঁরা ছিলেন তাঁদের লড়তে হয়েছে দু'রকমের লড়াই৷ নিজেদের এবং সেই সঙ্গে হালের বলদ, লাঙ্গল টানার গরুগুলোকে বাঁচানো৷ গরুদের বাঁচাতে ঘাস না পেয়ে আখ কিনতে হয়েছে তাঁদের৷ কিন্তু সেই আখই বা পাবেন কোথায়, রাজ্যে যে তখন আখও নেই৷ এমন পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে আখ কিনে আনতে হয়েছিল রাজ্য সরকারকে৷

এবারের বর্ষাকাল কি সংকট আরো বাড়াবে? গত শুক্রবার বিশ্বের বিশেষজ্ঞ আবহাওয়াবিদরা শুনিয়েছেন খুব বড় এক আশার কথা৷ তাঁরা মনে করছেন, এ বছর ভারতে ভালো বৃষ্টিই হবে৷ তাঁদের পূর্বানুমান সত্যি হলেই ভালো, না হলে ভারতে জন্য সমূহ বিপদ৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ