1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিটের ভবিষ্যৎ

১৭ জানুয়ারি ২০১৯

বুধবার আস্থা ভোটে জয়লাভের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী বিরোধীদের সঙ্গে সংলাপ চালাচ্ছেন৷ সোমবারই বিকল্প সমাধানসূত্র পেশ করতে চান তিনি৷ ইইউ সেটি মেনে নেবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়৷

ব্রেক্সিটকে কেন্দ্র করে বিভক্ত ব্রিটেন
ছবি: picture-alliance/Y. Mok

পরপর দুই দিন অনুমানমতো সিদ্ধান্ত দিলো ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ৷ প্রথমদিন ব্রেক্সিট চুক্তি এবং দ্বিতীয় দিন সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে রায় দিলেন সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা৷ ব্রেক্সিট চুক্তির বিরোধিতার প্রশ্নে ঐক্যের পর এবার চুক্তি ছাড়া ব্রেক্সিটের বিপক্ষেও অবস্থান নিচ্ছেন তাঁরা৷ তারপরই অনিশ্চয়তার পালা৷ তবে বিকল্প হিসেবে তাঁরা কী চান, তা কিছুতে স্পষ্ট হচ্ছে না৷ এতকাল ব্রেক্সিটের প্রশ্নে ‘একলা চলো' নীতি আঁকড়ে ধরার পর কোণঠাসা প্রধানমন্ত্রী টেরেসা মে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের চেষ্টা শুরু করেছেন৷ শেষ প্রহরে এমন উদ্যোগ সফল হবে কিনা, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই৷

বুধবার সন্ধ্যায় আস্থা ভোটে জয়ের পর প্রধানমন্ত্রী টেরেসা মে সংসদ সদস্যদের উদ্দেশ্যে ‘নিজস্ব স্বার্থ' সরিয়ে রেখে ব্রেক্সিট প্রক্রিয়া অগ্রসর করতে একসঙ্গে ‘গঠনমূলকভাবে' কাজ করার ডাক দিয়েছেন৷ বৃহস্পতিবার থেকে সরকার ও বিভিন্ন সমাধানসূত্রের প্রবক্তাদের মধ্যে আরো আলোচনার ঘোষণা করেন তিনি৷

প্রধানমন্ত্রী আগামী সোমবারই সরকার ব্রেক্সিট সংক্রান্ত নতুন পরিকল্পনা পেশ করার অঙ্গীকার করেছেন৷ মে বুধবার রাতেই প্রধান বিরোধী লেবার দল ছাড়া বাকি দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন৷ লেবার দলের নেতা জেরেমি কর্বিন সেই আলোচনায় যোগ দেননি৷ কর্বিন বলেন, প্রধানমন্ত্রী চুক্তি ছাড়া ব্রেক্সিটের বিকল্পের আশঙ্কা উড়িয়ে দিলেই তিনি আলোচনা করতে প্রস্তুত৷

ব্রিটেনের রাজনীতিতে চরম অনিশ্চয়তার মাঝে ইউরোপীয় ইউনিয়ন একাধিক সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে৷ মূল চুক্তিতে কোনো মৌলিক রদবদলের সম্ভাবনা শুরু থেকেই উড়িয়ে দিয়েছে ইইউ৷ ইইউ-র ব্রেক্সিট সংক্রান্ত মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ে জানিয়ে দিছেন, কয়েকটি প্রশ্নে কোনো রকম আপোশ সম্ভব নয়৷ তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী যদি কোনো স্পষ্ট সমাধানসূত্রকে ঘিরে ঐকমত্য গড়ে তুলতে সমর্থ হন, সে ক্ষেত্রে কিছুটা নমনীয় হতে প্রস্তুত ইইউ৷ প্রয়োজনে আগামী ২৯শে মার্চের সময়সীমাও কিছুটা পিছ'তে পারে৷ সেটা সম্ভব না হলে চুক্তি ছাড়াই ব্রেক্সিট ছাড়া আর কোনো বিকল্প অবশিষ্ট থাকবে না বলেই ধরে নেওয়া হচ্ছে৷

ব্রিটেনের রাজনৈতিক মহলে ব্রেক্সিটকে কেন্দ্র করে একাধিক প্রত্যাশা কাজ করছে৷ বিরোধী লেবার দল ব্রিটেনকে ইইউ-র একক বাজার ও শুল্ক ইউনিয়নের মধ্যে রাখতে চায়৷ কিন্তু সে ক্ষেত্রে ব্রেক্সিটের পরেও ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের আইনকানুনের বেড়াজালে কার্যত বন্দি থাকবে বলে আশঙ্কা করছেন এই মতবাদের বিরোধীরা৷ দ্বিতীয় গণভোটের মাধ্যমে সংকট কাটানোর প্রবক্তাগের সংখ্যাও বাড়ছে৷ তবে এমন গণভোটে কী প্রশ্ন রাখা হবে এবং রায়ের মধ্যে ব্যবধান আগের মতো কম হলে কী করা হবে, তাও স্পষ্ট নয়৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ