কোটি কোটি মানুষ বেআইনিভাবে মুভি, টিভি শো আর মিউজিক স্ট্রিম করে চলেছেন৷ যুক্তরাষ্ট্রের কিছু স্টার্ট-আপ এখন এ সব বেআইনি ডাউনলোডারদের তথ্য সংগ্রহ করছে একটা নতুন বিজ্ঞাপনের বাজার সৃষ্টির আশায়৷
বিজ্ঞাপন
কথায় বলে, জীবনের ধন কিছুই যায় না ফেলা৷ পুঁজিবাদ, বিশ্বায়ন আর মুনাফাবাজির ক্ষেত্রেও বোধহয় কথাটা প্রযোজ্য৷ ইন্টেলেকচুয়াল কনটেন্ট চুরি করার চেয়ে বড় পাপ আর কিছু নেই, এটাই এতদিন শোনা যেত৷ কিন্তু সবাই যে কাজ করে, সেটাকে কি চুরি বলা যায়, না চুরি বলার কোনো অর্থ হয়? ইন্ডাস্ট্রিকে এমনিতেই তা নিয়ে মাথা ঘামাতে হচ্ছিল, এর মধ্যে আবার ভুঁইফোড় কিছু স্টার্ট-আপের মাথায় ‘আইডিয়া' খেলেছে, এত লোক দেখছে – তা চোরাই মাল হোক আর না হোক, সেখানে তো বিজ্ঞাপন দেওয়া যেতে পারে? মানে নিজেরা নয়, অন্যান্য বড় বড় ব্র্যান্ড তো বিজ্ঞাপন দিতে আগ্রহী হতে পারে?
সেজন্যে প্রথমেই দরকার ডাটা বেস, অর্থাৎ কী পরিমাণ জনতা এই বেআইনি ডাউনলোড ও স্ট্রিমিং-এর কাজটা করছেন, তাদের – ও তাদের গ্রাহকস্য গ্রাহকদের পছন্দ-অপছন্দই বা কী৷ কাজেই ‘ট্রু অপটিক'-এর মতো কিছু নতুন স্টার্ট-আপ বেআইনি ডাউনলোডারদের ডিজিটাল পদচিহ্ন অনুসরণ করতে শুরু করেছে৷ তিন বছরে তারা ৫০ কোটি মানুষের একটি ডাটা বেস তৈরি করেছে: এই সব মানুষ বিটটরেন্ট ও অন্যান্য ফাইলশেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন শো ও মুভি বেআইনিভাবে ভিউ অথবা শেয়ার করে থাকেন৷ এই ডাটার সঙ্গে জোড়া আছে অপরাপর ইউজার ডাটা, যেমন তারা কোন কোন ওয়েবসাইট ভিজিট করেন, জিপ কোড ও কেনাকাটার ফিরিস্তি৷
নতুন আইফোন সম্পর্কে আপনার যা জানা উচিত
বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান অ্যাপল বুধবার নতুন আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে৷ প্রতিষ্ঠানটি এখন অবধি এক বিলিয়নের বেশি আইফোন বিক্রি করেছে৷ চলুন দেখি, নতুন আইফোনে নতুন ঠিক কী কী আছে৷
ছবি: Reuters/B. Diefenbach
নতুন ক্যামেরা
আইফোন ৭-এর ক্যামেরায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যোগ করা হয়েছে ৬টি এলমেন্টের সমন্বয়ে তৈরি লেন্স, যা আরো দ্রুত এবং উজ্জ্বল ছবি তুলতে সক্ষম৷ আর আইফোন ৭ প্লাসে পাশাপাশি দু’টি ক্যামেরা থাকছে যাতে ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফোটো তোলা সহজ হয় এবং ছবির গভীরতা আরো পরিষ্কারভাবে বোঝা যায়৷
ছবি: Reuters/B. Diefenbach
এয়ারপডস
হেডফোনের সাড়ে তিন মিলিমিটার পোর্ট পুরোপুরি তুলে দেয়া হয়েছে আইফোন সেভেনে৷ তার বদলে তারা বাজারে এনেছে ওয়্যারলেস হেডফোন এয়ারপডস, যার সঙ্গে মাইক্রোফোন রয়েছে এবং শুধুমাত্র কানে পরার পর সেগুলো সক্রিয় হয়৷ এই এয়ারপডসের জন্য বাড়তি খরচ করতে হবে ব্যবহারকারীদের৷ তবে পুরনো ধরনের হেডফোন ব্যবহারের জন্য একটি অ্যাডাপ্টর ফ্রি দিচ্ছে অ্যাপল৷
ছবি: Reuters/B. Diefenbach
পানি এবং ধুলা প্রতিরোধক
নতুন আইফোন পানি এবং ধুলা প্রতিরোধে সক্ষম৷ অর্থাৎ এখন যে কেউ চাইলে বৃষ্টির মধ্যেও আইফোন ব্যবহার করতে পারবেন এবং সেটি ভিজলেও পানি ভেতরে প্রবেশ করতে পারবে না৷ অনেক নারী পকেট বা ব্যাগের বদলে শরীরের বিভিন্ন স্থানে আইফোন গুঁজে রাখেন৷ তাদের জন্যও নতুন আইফোন বিশেষ সহায়ক হবে, কেননা শরীরের ঘাম আইফোনের কোনো ক্ষতি করতে পারবে না৷
ছবি: picture-alliance/ZUMA/G. Reyes
বাড়তি ব্যাটারি লাইফ
অ্যাপল জানিয়েছে, এখন অবধি তাদের উদ্ভাবিত সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ফোন হচ্ছে আইফোন ৭৷ এটির ব্যাটারি লাইফ আগের সংস্করণের চেয়ে অন্তত দু’ঘণ্টা বেশি৷ ঘনঘন চার্জ দেয়ার জটিলতা থেকে মুক্তি পাবে আইফোন ৭৷
ছবি: Reuters/B. Diefenbach
জেট ব্ল্যাক
নতুন আইফোনের ‘জেট ব্ল্যাক’ নামে চকচকে কালো একটি সংস্করণ থাকছে৷ বুধবার রাতে এই রংয়ের ফোনের দিকেই বেশি গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি৷ তবে আরো কয়েকটি রংয়ের ফোনও কেনা যাবে৷
ছবি: Reuters/B. Diefenbach
থাকছে না ১৬ গিগাবাইট ফোন
অ্যাপল নতুন আইফোনের ১৬ গিগাবাইটের কোনো সংস্করণ থাকবে না৷ ফলে কিনতে হবে কমপক্ষে ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ফোন৷ পাশাপাশি এই ফোনে যোগ করা হয়েছে এ১০ চিপ যা অন্য যেকোনো আইফোনের তুলনায় এই ফোনের গতি অনেক বাড়িয়ে দিচ্ছে৷ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে আইফোন সেভেনে৷
ছবি: Reuters/B. Diefenbach
6 ছবি1 | 6
এ বছর ট্রু অপটিক ‘মাইন্ডশেয়ার' নামের একটি মিডিয়া সংস্থার সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে৷ নিউ ইয়র্কের এই এজেন্সিটি গ্রুপএম-এর একটি বিভাগ, যাদের মালিক আবার ডাব্লিউপিপি, একটি গ্লোবাল অ্যাডভার্টাইজিং ও পাবলিক রিলেশনস কোম্পানি৷ মাইন্ডশেয়ার ট্রু অপটিকের সংগৃহীত তথ্য ব্যবহার করছে নতুন ধরনের মুভি ও শো-র আইডিয়া শনাক্ত করার জন্য – যা থেকে তাদের মিডিয়া গ্রাহকরা জানতে পারবেন, বিশেষ বিশেষ ধরনের মুভি ও শো-র ফ্যানদের কাছে কী ধরনের বিজ্ঞাপন দেওয়া যেতে পারে৷
উদাহরণস্বরূপ, মাইন্ডশেয়ার নাকি ট্রু অপটিকের কাছ থেকে পাওয়া ডাটা বেস ঘেঁটে বার করতে পেরেছে যে, ওয়েস্টার্ন অথবা সায়েন্স ফিকশনের অনুরাগীরা ছবির নায়ক-নায়িকাদের একটি ‘ডিস্টোপিয়ান বিকল্প বাস্তবে' পরিত্যক্ত অবস্থায় দেখতে চান৷ ডিস্টোপিয়া হলো ইউটোপিয়ার ঠিক উলটো পিঠ৷ ইউটোপিয়ায় যেমন সব কিছু আদর্শ, সব কিছু ভালো, ডিস্টোপিয়ায় ঠিক তার উল্টো৷ কাজেই মাইন্ডশেয়ার এই ‘মার্কেট সেগমেন্টেশন' ব্যবহার করে তাদের মিডিয়া ক্লায়েন্টদের পরামর্শ দিতে পারবে, তারা কিভাবে ঐ ধরনের মুভি ও শো-গুলি ‘প্লেস করবেন, অর্থাৎ বিজ্ঞাপন দেবেন৷
মাইন্ড শেয়ার-এর ক্লায়েন্টদের মধ্যে স্বভাবতই বেআইনি ডাউনলোডকারীরা স্বয়ং পড়েন না, বলে রয়টার্সকে জানিয়েছেন মাইন্ডশেয়ার ওয়ার্ল্ডওয়াইড-এর ওভারসিজ কাস্টমার ডাটা স্ট্র্যাটেজি বিভাগের প্রধান সমীর মোধা৷ এখন মাইন্ডশেয়ার যা করছে, তা পরোক্ষভাবে বেআইনি ডাউনলোডকে প্রশ্রয় বা প্ররোচনা দেওয়া কিনা, তা নিয়ে বিতর্ক আছে৷ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্রডকাস্টার্স (ন্যাব) রয়টার্সকে জানিয়েছে যে, তারা প্রচেষ্টাটিকে অরুচিকর বলে মনে করেন, যদিও তারা আপাতত কোনো বিচারবিভাগীয় পদক্ষেপ নিচ্ছেন না৷
প্রযুক্তি ব্যবহারের মন্দ দিক
ইন্টারনেট, ল্যাপটপ, স্মার্টফোন, আইফোন ইত্যাদি আধুনিক প্রযুক্তি ব্যবহারের কত সুবিধাই না আমরা আজকাল ভোগ করছি৷ তবে অন্য সব কিছুর মতো এ সবেরও মন্দ দিক আছে বৈকি! গবেষকদের জানানো সেরকমই কিছু তথ্য পাবেন ছবিঘরে৷
ছবি: Cover/Getty Images
ইয়ারফোনে গান শোনা দুর্ঘটনার কারণ
প্রায়ই দেখা যায় আজকালকার তরুণরা কানে ইয়ারফোন লাগিয়েগান শুনতে শুনতে রাস্তায় চলাফেরা করছে৷ কানে ইয়ারফোন থাকায় অনেক সময় রাস্তার সতর্ক সংকেত বা গাড়ি, সাইকেলের শব্দ শুনতে পায় না তারা৷ ফলে ঘটে অ্যাক্সিডেন্ট৷ এ কথা জানান জার্মান হাসপাতালগুলোর জরুরি বা ‘এমারজেন্সি’ বিভাগের ‘ট্রমা সার্জারি’-র প্রফেসার রাইনহার্ড হফমান৷
ছবি: picture-alliance/dpa/H. Ossinger
ছবি তোলাতেই যেন বেশি আনন্দ!
যে কোনো ধরনের স্মৃতিকেই মানুষ ক্যামেরাবন্দি করে রাখতে চায়৷ বিশেষ করে, দেশ-বিদেশে ঘুরতে বা বেড়াতে গেলে তো কথাই নেই! কিন্তু ছবির প্রতি সমস্ত মনোযোগ দিতে গিয়ে পর্যটকরা এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, ভ্রমণ থেকে ফিরে আসার পর ছবি তোলার জায়গাগুলোর কথা আর সেভাবে মনে করতে পারেন না৷ সাইকোলজিক্যাল সায়েন্স ম্যাগাজিন থেকে এই তথ্য জানা গেছে৷
ছবি: picture-alliance/dpa
ডিসপ্লে থেকে জীবাণু যায় শরীরে
স্মার্টফোন, ট্যাবলেট কিংবা আইফোন ছাড়া যেন আজকাল কারুর চলেই না৷ যদিও এ সবে অসংখ্য জীবাণু, ছত্রাক আর ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে৷ এই জীবাণু থেকেো কিন্তু আপনি অসুস্থ হতে পারেন৷ বিশেষ করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই ঝুঁকি আরো বেশি৷ তাই এগুলো নিয়মিত পরিস্কার রাখা জরুরি৷
ছবি: picture-alliance/dpa/B. Pedersen
ইন্টারেনেটে বই পড়া
বই হাতে নিয়ে পড়াটা যেন আজকাল উঠেই যাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে৷ আসলে আজকাল যে ইন্টারনেটে মুহূর্তের মধ্যেই সব রকম তথ্য পাওয়া যায়৷ অবশ্য আরাম করে বই হাতে নিয়ে পড়ার থেকে ইন্টারনেটে পড়লে যে বেশি ক্লান্ত বোধ হয়, তা অনেকেই হয়ত স্বীকার করবেন৷ আর এ কথাটিই প্রমাণ করেছেন জার্মানির ট্যুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷
ছবি: AndreyPS - Fotolia.com
কফি মেশিনে জীবাণু!
আজকাল নানা ধরনের কফি মেশিন পাওয়া যায় আর খুব সহজেই নানা স্বাদের কফি তৈরি করা যায়৷ একেক মেশিনের একেকটি বোতামে টিপ দিলে ভিন্ন ভিন্ন স্বাদের কফি বেরিয়ে আসে৷ দেখলেই অবাক লাগে, তাই না? কিন্তু সেই মেশিনই নিয়মিত পরিষ্কার না রাখলে রয়েছে জীবাণুর ভয়৷ তাই সাবধান!