1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেইজিংয়ের হাসপাতালে আগুন, মৃত অন্তত ২৯

১৯ এপ্রিল ২০২৩

ভয়াবহ আগুন বেইজিংয়ের একটি হাসপাতালে। রোগীদের বের করে আনা হয়েছে। এখনো পর্যন্ত ২৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷

উদ্ধারকারীরা এখনো তল্লাশি চালাচ্ছেন
উদ্ধারকারীরা এখনো তল্লাশি চালাচ্ছেনছবি: Greg Baker/AFP

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ বেইজিংয়ের পরিচিত হাসপাতাল চ্যাংফেং থেকে উদ্ধারকারী দলের কাছে ফোন যায়। বলা হয়, ভয়াবহ আগুন লেগেছে হাসপাতালটিতে। কিছুক্ষণের মধ্যেই দমকল এবং উদ্ধারকারী ঘটনাস্থলে পৌঁছায়। বহু রোগীকে উদ্ধার করা হয়। কিন্তু ২৯ জনকে বাঁচানো যায়নি। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারীরা এখনো তল্লাশি চালাচ্ছেন। ভিতরে কোনো রোগী আটকে আছেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। যে ভিডিওগুলো পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, ধোঁয়ায় ভরে গেছে হাসপাতালের ভিতর। রোগী এবং স্বাস্থ্যকর্মীরা বিছানার চাদর বেয়ে জানলা দিয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ জানলার বাইরে লাগানো এসি-র উপর আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয় প্রশাসন সংবাদমাধ্যমকে জানিয়েছে।

এসজি/জিএইচ (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ