মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ বেইজিংয়ের পরিচিত হাসপাতাল চ্যাংফেং থেকে উদ্ধারকারী দলের কাছে ফোন যায়। বলা হয়, ভয়াবহ আগুন লেগেছে হাসপাতালটিতে। কিছুক্ষণের মধ্যেই দমকল এবং উদ্ধারকারী ঘটনাস্থলে পৌঁছায়। বহু রোগীকে উদ্ধার করা হয়। কিন্তু ২৯ জনকে বাঁচানো যায়নি। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ইরাকে করোনা হাসপাতালে আগুনে মৃত ৯২
বিধ্বংসী আগুন ছাই করে দিয়েছে ইরাকের নাসিরিয়ায় একটি করোনা হাসপাতাল। সেই আগুনে মারা গেছেন ৯২ জন।
তদন্তে দেখা গেছে, বৈদ্যুতিক তারে গোলমাল ছিল। সেখানে প্রথম আগুনের ফুলকি দেখা যায়। তারপর আগুন যায় অক্সিজেন ট্যাঙ্কে। তার ফলে সেখানে বিস্ফোরণ হয়।
ছবি: Khaled Al-Mousily/REUTERS
আগুন ছড়ায়
এরপর দ্রুত আগুন ছড়াতে থাকে। সবকটি তলায় আগুন লেগে যায়।
ছবি: Arshad Mohammed/AA/picture alliance
উদ্ধারকারী দল
উদ্ধারকারী দল এসে ধ্বংসস্তূপ সরাতে থাকে। তারা বেশ কয়েকজনকে উদ্ধারও করেছে।
ছবি: Khaled Al-Mousily/REUTERS
সবকিছু পুড়ে গেছে
আগুন পুড়িয়ে দিয়েছে সব কিছু। তার মধ্যেই আত্মীয়দের দেহের খোঁজে রোগীর পরিবার।
ছবি: Essam al-Sudani/REUTERS
এখনো খোঁজ চলছে
এখনো খুঁজে যাচ্ছেন মানুষ। প্রিয়জনের দেহের যদি কোনো খোঁজ মেলে।
ছবি: Khaled Al-Mousily/REUTERS
কফিনবন্দি দেহ
ভয়ংকর দুর্ঘটনার বলি ৯২ জন। তাদের দেহ এখন কফিনবন্দি করছেন আত্মীয়রা। এরকমই কফিনবন্দি দেহের পাশে আত্মীয়রা।
ছবি: Khaled Al-Mousily/REUTERS
কবরস্থানের দিকে
কফিনে বন্দি প্রিয়জনের দেহ। সেই কফিন বহন করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন আত্মীয়রা।
ছবি: Khaled Al-Mousily/REUTERS
হুইলচেয়ার
আগুনের গ্রাস থেকে বেঁচে গেছে হুইলচেয়ার ও একটা বেড। সেগুলি পড়ে আছে খোলা আকাশের নীচে।
ছবি: Khaled Al-Mousily/REUTERS
শুধু শোকের চিহ্ন
নাসিরিয়ার হাসপাতালে এখন শুধুই শোকের ছবি। শুধু কফিন বয়ে নেয়ার দৃশ্য। পোড়া কাঠামো আর কটু গন্ধ। আর আছে স্বজন হারানো মানুষের হাহাকার।
ছবি: Khaled Al-Mousily/REUTERS
10 ছবি1 | 10
উদ্ধারকারীরা এখনো তল্লাশি চালাচ্ছেন। ভিতরে কোনো রোগী আটকে আছেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। যে ভিডিওগুলো পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, ধোঁয়ায় ভরে গেছে হাসপাতালের ভিতর। রোগী এবং স্বাস্থ্যকর্মীরা বিছানার চাদর বেয়ে জানলা দিয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ জানলার বাইরে লাগানো এসি-র উপর আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয় প্রশাসন সংবাদমাধ্যমকে জানিয়েছে।