1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেইজিংয়ে ‘বেইজিং বিকিনি’ পরলে জরিমানা

২৮ এপ্রিল ২০২০

করোনা থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্যবিধি উন্নয়নের উদ্যোগ নিয়েছে চীনের বেইজিং শহর কর্তৃপক্ষ৷ এজন্য কিছু ‘অশোভন আচরণের’ উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা এখন থেকে কার্যকর থাকবে৷

ছবি: Reuters/T. Peter

এমন এক আচরণ, প্রকাশ্যে শার্টহীন অবস্থায় থাকা৷ এর মাধ্যমে আসলে ‘বেইজিং বিকিনি’-র উপর নিষেধাজ্ঞা জারি করা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷ প্রচন্ড গরম থেকে বাঁচতে অনেক চীনা পুরুষ টি-শার্ট পেঁচিয়ে পেটের উপরে তুলে রাখেন৷ এটি ‘বেইজিং বিকিনি’ নামে পরিচিতি৷

গত বছর জিনান নামে চীনের একটি শহর প্রথম এ ধরনের পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল৷ এবার বেইজিং সেই পথে হাঁটলো৷

গত শুক্রবার নতুন আইন ও জরিমানার প্রস্তাব পাস হয়৷ ফলে এখন থেকে প্রকাশ্যে ময়লা ও থুথু ফেললে এবং মলত্যাগ করলে সর্বোচ্চ ২৮ ডলার, অর্থাৎ প্রায় দুই হাজার চারশ টাকা জরিমানা করা হবে৷ আগে এমন অপরাধে জরিমানার পরিমাণ ছিল ছয়শ টাকা৷

ঠিক জায়গায় ঠিক ময়লা না ফেললেও সর্বোচ্চ দুই হাজার চারশ টাকা জরিমানার বিধান করা হয়েছে৷ এছাড়া পাবলিক প্লেসে শব্দদূষণ এবং পোষা কুকুর বাধা অবস্থায় না থাকলে সর্বোচ্চ ছয় হাজার টাকা জরিমানা করা হবে৷

হাঁচি কিংবা কাশি দেয়ার সময় মুখ ও নাক না ঢাকা এবং অসুস্থ অবস্থায় প্রকাশ্যে মাস্ক না পরে বের হলেও জরিমানা করা হবে বলে জানানো হয়েছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ