বেইজিংয়ে রেকর্ড ঠান্ডা, চীনে শৈত্যপ্রবাহ
২৬ ডিসেম্বর ২০২৩গোটা চীন জুড়ে শৈত্যপ্রবাহ চলছে। উত্তর ও উত্তরপূর্ব চীনের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে কিছু জায়গায় তাপমাত্রা শূন্য়ের থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে।
রাজধানী বেইজিং তো নতুন রেকর্ড করে ফেলেছে। ১১ ডিসেম্বর থেকে বেইজিংয়ে ৩০০ ঘণ্টা ধরে তাপমাত্রা ছিল শূন্যের নিচে। রাষ্ট্রায়ত্ত্ব বেইজিং টুডে সংবাদপত্রের রিপোর্টে এই তথ্য দেয়া হয়েছে। তবে সোমবার বেইজিংয়ে দিনের তাপমাত্রা ছিল তিন ডিগ্রি ও রাতে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস।
চীনের আবহাওয়াঅফিস দেশের ৭৮টি আবহাওয়া কেন্দ্র থেকে রিপোর্ট নিয়ে জানিয়েছে, এইবার রেকর্ড ঠান্ডা পড়েছে। গোটা চীনকে ধরলে ১৯৬১ সালের পর থেকে এত ঠান্ডা আর পড়েনি।
হিটিং সিস্টেমে চাপ
বেইজিংয়ের দক্ষিণপশ্চিমে হেনান প্রদেশের বিভিন্ন শহরে হিটিং ব্যবস্থা ভেঙে পড়েছে। রাষ্ট্রায়ত্ত্ব মিডিয়া জানিয়েছে, জিয়াওজাউতে বয়লার বিকল হয়ে পড়েছে। ২৬ ডিসেম্বরের মধ্যে তা ঠিক করার চেষ্টা চলছে। এই এলাকায় মোট কতগুলি বয়লার খারাপ হয়েছে তা অবশ্য জানানো হয়নি।
হেনানের দুইটি শহরে সরকারি অফিস ও প্রসাশনিক ভবনে হিট সাপ্লাই বন্ধ করে দেয়া হয়েছে। শহরের সব বাসিন্দার বাড়িতে যাতে হিটিং ব্যবস্থা চালু থাকে, সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। বেইজিংয়ের কিছু এলাকায় পাইপ লিক হয়ে গরম ধোঁয়া উপরে উঠতে দেখা গেছে।
তার উপর বরফ পড়ে উত্তর চীনে রাস্তা বন্ধ হয়ে গেছে। স্কুলকলেজ বন্ধ। তবে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ায় মানুষ অল্প স্বস্তি পয়েছেন।
জিএইচ/এসজি (ডিপিএ, রয়টার্স)