1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেইজিং পৌঁছে গেলেন লিবিয়ার বিদ্রোহী প্রতিনিধি জিব্রিল

২১ জুন ২০১১

সরাসরি বেইজিং-এর সমর্থন আদায় করতে চীন পৌঁছে গেলেন লিবিয়ার গাদ্দাফি বিরোধী বিপ্লবীদের পররাষ্ট্র প্রতিনিধি৷ লিবিয়ার সমস্যা মেটাতে চীনও এ বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী৷

লিবিয়ার বিদ্রোহীদের প্রতিনিধি মাহমুদ জিব্রিলছবি: picture-alliance/dpa

বেইজিং-এর সঙ্গে আলোচনা করতে চীনে পৌঁছে গেছেন লিবিয়ার বিদ্রোহীদের প্রতিনিধি মাহমুদ জিব্রিল৷ এতদিন পর্যন্ত চীন লিবিয়ার কোন ব্যাপারে মাথা ঘামায় নি৷ জাতিসংঘে যখন লিবিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা চলছিল, তখনও চীনের প্রতিনিধি সেখানে কোন মন্তব্য করেন নি৷ কিংবা বিরত থেকেছে চীন লিবিয়ার বিরুদ্ধে ভোটদান থেকেও৷ তাছাড়া গাদ্দাফির পদত্যাগের দাবিতে যখন আন্তর্জাতিক মহল একসুরে মত দিয়েছিল, সে সময়ও চীন এ বিষয়ে কোন মন্তব্য করে নি৷

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির সঙ্গে মাহমুদ জিব্রিলছবি: AP

সচরাচর চীন কখনও অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না৷ সেটা তাদের নিজস্ব নীতি৷ কিন্তু লিবিয়ার ক্ষেত্রে চীনের অন্য আগ্রহ রয়েছে, যা হল সেদেশ থেকে সরবরাহ পাওয়া জ্বালানি তেল৷ সুতরাং বিদ্রোহীদের প্রতিনিধি মাহমুদ জিব্রিলের সঙ্গে বেইজিং-এর আলোচনায় যে লিবিয়ার অভ্যন্তরীণ সমস্যার সমাধানে চীন কোন পরামর্শ দিতে পারে, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে ওয়াকিবহাল মহল৷

ধারণা এরকমও রয়েছে, লিবিয়ার যুযুধান দুই পক্ষকে মুখোমুখি আলোচনায় বসানোর একটা উদ্যোগ নিতে পারে চীন এই বৈঠকের পর৷ কারণ কয়েকদিন আগেই লিবিয়ার গাদ্দাফি প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আব্দেলাটি আল ওবাইদি ঘুরে গেছেন বেইজিং থেকে৷ সেক্ষেত্রে তৃতীয়পক্ষ মধ্যস্থতাকারী হিসেবে চীন এবার লিবিয়ার সমস্যা সামলাতে এগিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ