1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেকেনবাওয়ার কি দুর্নীতির ‘সম্রাট'?

Sanjiv Burman২২ অক্টোবর ২০১৫

ফিফা তদন্তের আওতায় আসছেন ফ্রানৎস বেকেনবাওয়ার৷ ফুটবলের সর্বোচ্চ সংস্থা আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে, জার্মানিকে ২০০৬ বিশ্বকাপের আয়োজক করতে তিনি দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন কি না তা খতিয়ে দেখা হবে৷

বেকেনবাওয়ারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে ফিফা
বেকেনবাওয়ারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে ফিফাছবি: Getty Images/Bongarts/A. Hassenstein

দু দিন আগেই জার্মানির ‘ডেয়ার স্পিগেল' এক প্রতিবেদনে জানিয়েছিল, ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে ফিফা সদস্য, অর্থাৎ আয়োজক নির্বাচনের ভোটারদের ঘুস দেয়ার জন্য একটি তহবিল গঠন করেছিল জার্মানির বিডিং কমিটি৷ স্পিগেলের দাবি, এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে আছে৷ সেবার জার্মানির বিডিং কমিটির প্রধান ছিলেন ফুটবল কিংবদন্তি ফ্রানৎস বেকেনবাওয়ার৷ জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি'র বর্তমান প্রধান ভল্ফগাং নিয়ার্সবাখ-ও ছিলেন ঐ কমিটিতে৷ ফিফার তদন্ত তাঁদের দুজনের জন্যই এক অশনিসংকেত৷

শুধু জার্মান ফুটবল নয়, বিশ্ব ফুটবল অঙ্গনেই ফ্রানৎস বেকেনবাওয়ার এক জীবন্ত কিংবদন্তি৷ জার্মানিকে অধিনায়ক এবং ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জেতানো বেকেনবাওয়ার জার্মানদের কাছে পেয়েছেন ‘সম্রাট'-এর মর্যাদা, তাই তাঁর নামও হয়েছে ‘কাইজার'৷

বুধবার ফিফা জানায় নিজের দেশকে ২০০৬ বিশ্বকাপের আয়োজক করতে ‘কাইজার' সত্যিই ঘুস দিয়েছিলেন কিনা তা তদন্ত করে দেখা হবে৷ তদন্ত করবে ফিফার ‘এথিক্স কমিটি'৷

২০০৬ বিশ্বকাপের বিডিংয়ে এক ফিফা সদস্য ভোট দানে বিরত ছিলেন৷ সেই বিষয়টির ভেতরেও কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা-ও নিশ্চয়ই খতিয়ে দেখবেন তদন্তকারীরা৷

বেকেনবাওয়ার অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন৷ তবে তাঁর অস্বীকারেও সন্দেহ দূর হয়নি৷ বরং স্পিগেল-এর প্রতিবেদন বিশ্বকাপ আয়োজন নিয়ে টাকার খেলার আশঙ্কাকে নতুন করে উসকে দিয়েছে৷

সামাজিক যোগাযোগের মাধ্যমে ফুটবলের অনুরাগী এবং অনুসারীরা তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন৷ আরেক জার্মান কিংবদন্তি গ্যার্ড ম্যুলার আলৎসহাইমারে আক্রান্ত, বেকেনবাওয়ারের বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ আর হল্যান্ডের সাবেক ফুটবল সুপারস্টার ইয়োহান ক্রুইফ ক্যানসারে আক্রান্ত – সাম্প্রতিক সময়ের এই তিন খবরে এক ফুটবলভক্ত ভীষণ হতাশ৷

ইটালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে একসময় কটাক্ষ করেছিলেন বেকেনবাওয়ার, এখন যে তিনি নিজেই কটাক্ষ সহ্য করার পরিস্থিতির মুখোমুখি- তা মনে করিয়ে দিয়েছেন একজন৷

আরেকজনের প্রশ্ন, ‘কাইজার, আপনি কি দুর্নীতির সম্রাট'?

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ